ইউটিউব মার্কেটিং এর বেসিক ধারণা – সূচনা পর্ব।
ইউটিউব নিয়ে কাজ করতে আমাদের সবারই একটা আগ্রহ থাকে। ইউটিউবে নিজস্ব কন্টেন্ট দিব এবং একসময় ইউটিউব থেকে ইনকাম করবো। তো ইউটিউবে ইনকাম করতে হরে আপনাকে অবশ্যই ইউটিউবের অনেকগুলো নিয়মকানুন জানতে হবে। আপনার কাছে যদি ক্রিয়েটিভ প্লানিং থাকে মানে ইউনিক কন্টেন্ট বা মানুষের চাহিদা অনুযায়ী কন্টেন্ট সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে এবং কন্টেন্ট তৈরি করার প্রসেস জানা থাকে তাহলে আপনি খুবই সহজে ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি কিছুই না জানেন তাহলে ভয় পাবেন না আমরা আছি আপনার কাছে, ইউটিউব থেকে ইনকামের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব, শুধুমাত্র আপনার মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন আগামী দিনগুলোতে ইউটিউবের চাহিদা ব্যাপক ভাবে বেড়েই চলতেছে। তাই আপনিও যদি এখন থেকে ইউটিউবের পিছরে লেগে তাকতে পারেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাহলে আপনার ভবিষ্যৎ উজ্বল হতে সময় লাগবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন ইউটিউবে প্রচুর ধৈয্যশক্তি লাগবে। আমরার আস্তে আস্তে ইউটিউব সম্পর্কে যাবতীয় সকল তথ্য জানবো তো চলো শুরু করি।
প্রথমেই জেনে নেই
ইউটিউব কি?
ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং সাইট। ইউটিউব বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি। ইউটিউবে ভিডিও আপলোড এবং শেয়ারের মাধ্যমে কোনো পণ্যের বা সেবার পরিচিতি ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া হয়, একেই ইউটিউব মার্কেটিং ও বলা হয়। আমাদের দেশের মানুষ একসময় সামাজিক যোগাযোগ বলতে শুধু ফেসবুককে চিনতো, কিন্তু বর্তমান সময়ে ইউটিউব এতোটাই জনপ্রিয় হয়েছে যে, এখন মানুষ ফেসবুক থেকে ইউটিউব বেশি ব্যবহার করে। বর্তমানে পৃথিবীতে গুগল এর পরে ইউটিউব এর অবস্থান। ইউটিউব এর ভিজিটর সংখ্যা অনেক অনেক বেশি।
ইউটিউব মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
- ইউটিউব মার্কেটিং করলে খুব দ্রুত ট্রাফিক পাওয়া যায় যা একটি ওয়েবসাইটের জন্য অনেক সময়ের ব্যাপার।
- বর্তমান যুগের মানুষের আর্টিকেল পড়ার ধৈয্য অনেক কম। তাই মানুষ ভিডিও দেখার উপর বেশী নির্ভরশীল।
- ইউটিউবে এসইও রেংকিং ড্রপ হয় না।
- সবার হাতে হাতে এখন মোবাইল ফোন আছে, তাই ক্যামেরার জন্য় তেমন সমস্যায় পরতে হয় না। মোবাইল ফোন দিয়ে যেকোনো ধরনের ভিডিও তৈরী করা যায়।
- ভালো মানের ভিডিও তৈরী করে খুব সহজে প্রচুর টাকা ইনকাম করা যায়।
ইউটিউব মার্কেটিং করতে কি কি লাগবে?
- একটি ভালো মানের কম্পিউটার অথবা প্রাথমিক ভাবে ভালো মানের মোবাইল হলেও হবে
- একটি ইউটিউব চ্যানেল
- ডিজিটাল ক্যামেরা, আপনার হাতের মোবাইলটি কাজে লাগাতে পারেন হবে অবশ্যই ভালো হতে হবে
- ইন্টারনেট কানেকশন
- ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার
আপনাদের রিকুয়েস্টের জন্য ইউটিউব মার্কেটিং নিয়ে সহজ ভাষায় ছোট ছোট আকারে ধারাবাহিক টিউটরিয়াল নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আশাকরি এতে নতুনদের অনেক উপকার হবে।
পরবর্তী পর্বে আরো নতুন কিছু ইনফরমেশন থাকবে, দেখার আমন্ত্রণ রইলো।
আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।