এসএসসি পরিক্ষার ফলাফল ২০২১ মার্কশীটসহ সকল বোর্ড

সুপ্রিয় এসএসসি পরিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে সহজে এবং কি কি উপায়ে তোমাদের এসএসসি পরিক্ষার ফলাফল দেখবা এটা নিয়ে বিস্তারিত দিচ্ছি, ভালো করে পড়ে নিবা।

এস এস সি রেজাল্ট প্রকাশের তারিখ

শিক্ষামন্ত্রী দিপু মনি গত ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে ঘোষনা দিয়েছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২১ ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ হবে।

এসএসসি ফলাফল ২০২১

পূর্বের ন্যায় স্কুলে থেকে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারার জন্য অপেক্ষার প্রয়োজন নেই, এটা তোমরা সকলেই প্রায় জানো। বর্তমানের প্রযুক্তির উন্নয়নের কারণে দেশের সকল পাবলিক পরীক্ষা তথা এসএসসি পরীক্ষা ২০২১ ও সমমানের সকল পরীক্ষার (ভোকেশনাল, দাখিল) রেজাল্ট অনলাইনে ওয়েবসাইট কিংবা মোবাইলে মেসেজের মাধ্যমে জানা যাবে।

অনলাইনে এসএসসি মার্কশীট রেজাল্ট

যেকোনো বোর্ডের শিক্ষার্থী নিচে উল্লিখিত নিয়মে তাদের স্ব-স্ব এসএসসি ২০২১ বা সমমান পরীক্ষার ফলাফল মার্কশীট সহ জানতে পারবে। মোট ২টি ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনার রিজাল্ট সহজেই দেখতে পারবেন মার্কশীটসহ।

১ম ওয়েবসাইটটি হচ্ছে http://www.educationboardresults.gov.bd/

ফলাফল দেখার নিয়ম:

১। প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২। এরপর পরীক্ষা হিসেবে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করতে হবে।

৩। ইয়ার 2021 সিলেক্ট করতে হবে।

৪। তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ, সেই বোর্ডের নাম সিলেক্ট করতে হবে।

৫। তোমার এসএসসি পরীক্ষার রোল দিতে হবে।

৬। তোমার এসএসসি পরিক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে।

৭। একটা গানিতিক অংক আসবে, এটা করে সাবমিট এ ক্লিক করতে হবে। তাহলেই ফলাফল দেখতে পারবা।

২য় ওয়েবসাইটটি হচ্ছে – https://eboardresults.com/v2/home

 এসএসসি ফলাফল ২০২১

ফলাফল দেখার নিয়ম:

১। প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

২। এরপর পরীক্ষা হিসেবে “SSC/Dakhil/Equivalent” সিলেক্ট করতে হবে।

৩। ইয়ার 2021 সিলেক্ট করতে হবে।

৪। তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ, সেই বোর্ডের নাম সিলেক্ট করতে হবে।

৫। রেজাল্ট টাইপের বক্সে “Individual Result” সিলেক্ট করতে হবে।

এরপর তোমার কাঙ্ক্ষিত এসএসসি ২০২১ পরীক্ষার ফলাফল দেখতে পারবে।

এছাড়া তুমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছ, সে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও ফলাফল খুঁজে পাবে।

 

মেসেজে এস এস সি রেজাল্ট

যদি কোনো কারণে তোমার ইন্টারনেট সংযোগ না থাকে, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। খুব সহজেই যেকোনো মোবাইল থেকে মেসেজের মাধ্যমে তোমার এস এস সি ২০২১ বা সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে।

এছাড়া অনলাইনের মাধ্যমে ফলাফল দেখতে অসুবিধা হলে মেসেজরে মাধ্যমে সহজেই ফলাফল সহজেই দেখতে পারবে।

মোবাইলের এসএমএ-এর মাধ্যমে SSC ‍ফলাফল জানার পদ্ধতি:-

SSC <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> তোমার এসএসসি ২০২১ রোল নম্বর <space> পাশের বছর (২০২১) এবং এরপর মেসেজ পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ হিসেবে যদি লিখি,

SSC DHA 9876543 2021 এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফল জানার উপায় একটু ভিন্ন। লিখতে হবে:-

Dakhil <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাশের বছর এবং SMS পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

এসএসসি ভোকেশনালের যারা শিক্ষার্থী তাদের এসএসসি ২০২১ পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি নিম্নরূপ:-

SSC <space> তোমার বোর্ডের নামের বানানের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাশের বছর এবং মেসেজ পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

 

এসএসসি মার্কশিট ফলাফল ২০২১

সাধারণত পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার এক থেকে তিন মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর অফিসিয়াল মার্কশিট কপি নির্ধারিত বোর্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী এই মার্কশট কলেজে ভর্তির জন্য প্রয়োজন হয়। এবারের এসএসসি ২০২১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আশা করা যাচ্ছে একই ভাবে অফিসিয়াল মার্কশিট সবাই নির্ধারিত সময়ের মাঝে পেয়ে যাবে।

আর অনলাইনে ফলাফল দেখার সঙ্গে সঙ্গে মার্কশীট সহ ফলাফল না আসলে অপেক্ষা করতে হবে। সাধারণত ফলাফলের দিন বিকাল 4টার ভিতরে মার্কশীট পা্ওয়া যায় না। এরপর দেখা যায়। তাই যদি আর আগে মার্কশীটসহ রিজাল্ট না আসে তাহলে অপেক্ষা করবা, পেয়ে যাবা।

কার কি রিজাল্ট এসেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। ধন্যবাদ।

One thought on “এসএসসি পরিক্ষার ফলাফল ২০২১ মার্কশীটসহ সকল বোর্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *