চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের আসন সংখ্যা এবং বিষয় | Chittagong University CU A Unit Total Seat & Subject

CU that means Chittagong University is one of the most renowned public universities in the country. This university was established on 18 November 1966. There are 10 faculty and 54 departments/ institution. CU admission system divided by four-unit.

আমরা আজকে জানবো চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের কতটি অনুষদ আছে এবং কোন অনুষদ বা কোন বিষয়ে কতটি আসন। 

A (ক) ইউনিট পরিচিতি:

বিজ্ঞান/জীববিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং/মেরিন
সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত
সকল বিভাগ/ইনস্টিটিউট

ন্যূনতম ভর্তি যোগ্যতা:

মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং বিজ্ঞান/কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা আলিম বা
সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ ৮.০০; তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে
ন্যূনতম জিপিএ ৪.০০

 

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটটি হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। এখানে মোট ৪টি অনুষদ আছে  এবং সবমিলে মোট আসন হচ্ছে ১২১২টি।  চলো শুরুতেই আমরা দেখে নেই বিজ্ঞান অনুষদে কোন বিষয়ে কতটি আসন আছে। নিচে দেওয়া হলো- 

অনুষদ ভর্তির বিভাগ/বিষয় আসন সংখ্যা
 

 

 

বিজ্ঞান অনুষদ
পদার্থবিদ্যা ১১০
রসায়ন ১১০
গণিত ১১০
পরিসংখ্যান ১১০
ফলিত রসায়ন ও কেমিকৌশল ৩০
ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড  এনভায়রনমেন্টাল সায়েন্সেস
ফরেস্ট্রি ৪০
পরিবেশ বিজ্ঞান ৩৫

মোট:

৫৪৫ টি আসন

আমরা দেখলাম বিজ্ঞান অনুষদে মোট ৫৪৫ টি আসন আছে। এখন দেখি ২য় অনুষদ জীববিজ্ঞান অনুষদের কোন বিষয়ে কতটি আসন আছে। নিচে দেওয়া হলো-

 

অনুষদ ভর্তির বিভাগ/বিষয় আসন সংখ্যা
 

 

 

জীব বিজ্ঞান অনুষদ
প্রাণিবিদ্যা ১০০
উদ্ভিদবিজ্ঞান ১০০
ভূগোল ও পরিবেশবিদ্যা ৪০
প্রাণরসায়ন ও  অণুপ্রাণ  বিজ্ঞান ৪০
মাইক্রোবায়োলজি ৪০
মৃত্তিকা বিজ্ঞান ৫০
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ৩৫
মনোবিজ্ঞান ২২
ফার্মেসী ৩০

মোট:

৪৫৭ টি আসন

আমরা দেখলাম জীব বিজ্ঞান অনুষদে মোট ৪৫৭ টি আসন আছে। এখন দেখি ৩য় অনুষদ ইন্জিনিয়ারিং অনুষদের কোন বিষয়ে কতটি আসন আছে। নিচে দেওয়া হলো-

অনুষদ ভর্তির বিভাগ/বিষয় আসন সংখ্যা
 

ইঞ্জিনিয়ারিং অনুষদ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৬৫
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৫৫

মোট:

১২০ টি আসন
অনুষদ ভর্তির বিভাগ/বিষয় আসন সংখ্যা
 

মেরিন সায়েন্সেস    অ্যান্ডফিশারিজ    অনুষদ
ইনস্টিটিউট    অব    মেরিন   সায়েন্সেস ৪০
ওশানোগ্রাফি ২৫
ফিশারিজ ২৫

মোট:

৯০ টি আসন

আমরা দেখলাম ৩য় ও ৪র্থ অনুষদে যথাক্রমে মোট ১২০ ও ৯০টি  আসন আছে। তো  ক ইউনিটে সব মিলে মোট ১২১২ টি আসন আছে।

অনুষদ
আসন সংখ্যা
বিজ্ঞান অনুষদ
৫৪৫ টি আসন
জীব বিজ্ঞান অনুষদ
৪৫৭ টি আসন
ইঞ্জিনিয়ারিং অনুষদ
৯০ টি আসন
মেরিন সায়েন্সেস অ্যান্ডফিশারিজ অনুষদ
১৪৫ টি আসন
মোট আসন
১২১২ টি

আশাকরছি আপনারা ভালোকরে বুঝতে পেরেছেন। এই আর্টিকেলটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এবং Helping Easy Tube এর সাথে থাকবেন, আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য এখানেই পাবেন। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *