জেমসের সেরা ৫ টি গানের লিরিক্স (পর্ব – ০২)
এখানে জেমসের আরো ৫টি সেরা গানের লিরিক্স দেওয়া হলো। জেমসের সেরা ৫ টি গানের লিরিক্স (পর্ব – ০২) । এখানের কোন গানটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।
এখানে যে ৫ টি গান আছে সেগুলো হল –
জেমসের ছোট পরিচয় :
জেমসের গান ০৬
জেমসের তুমি এসোনা ফুল দিতে, আমায় সমাধীতে, সেই সৌরভ মাটি পাবে সব, কিছু পারবোনা আমি নিতে গানের লিরিক্স ।
গানের নাম – সমাধি
কন্ঠ – জেমস
কথা – প্রিন্স মাহমুদ
সুর – প্রিন্স মাহমুদ
অ্যালবাম – পিয়ানো
ঐ ওপারের, ডাক এসে গেছে
শেষ খেঁয়া বুঝি, হবে পাঁড়ি দিতে,
তুমি আসনি অভিমানী, এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে।
তুমি এসোনা ফুল দিতে, আমায় সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে। (২)
অস্তাচলে সূর্য় ডুকে গেলে
ফিরিয়ে, তাকে কি আনা যায়,
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসতো তোমায়।
তুমি এসোনা ফুল দিতে, আমায় সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
লোনাজ্বলে প্রাণহীন অপ্সরী
হয়তো দু’চোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবী তোমার অসহনীয় মনে হবে।
তুমি এসোনা ফুল দিতে, আমায় সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
জেমসের গান ০৭
জেমসের যাত্রা গানের লিরিক্স।
গানের নাম – যাত্রা
কন্ঠ – জেমস
কথা – দেহলভী
সুর – জেমস
ব্যান্ড – ফিলিংস্
অ্যালবাম – নগর বাউল
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মন মাতবে সবাই
চারদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শুনে করে হৈ চৈ
রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
নাচ গানে ভরপুর যাত্রাপালা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা
রাত ভারী হতে থাকে যত
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে তত
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার
আজকের পালা হবে দেখে যা দেখে যা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা
কদমতলীর খোলামাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়
একদল ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে
চিৎকার করে বলে হুররে হুররে
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা
হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার
নাচে গানে মত মাতবে সবাই
চারদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শুনে করে হৈ চৈ
রাত ভোর ওঠে রোল বাহারে বাহারে বা
অপূর্ব রওশন অপেরার যাত্রা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা
জেমসের গান ০৮
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি তোমার। জেমসের তারায় তারায় গানের লিরিক্স।
গানের নাম – তারায় তারায়
কথা – কবি শাসসুর রহমানের “উত্তর’’ কবিতার অবলম্বনে
কন্ঠ : জেমস
সুর – জেমস
ব্যান্ড – ফিলিংস
অ্যালবাম – নগর বাউল
সুন্দরীতমা আমার
তুমি নিলীমার দিকে তাকিয়ে
বলতে পার
এই আকাশ আমার (২)
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো
আমি একান্ত তোমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি তোমার।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যত খুশি বলতে পার
এই ফুল আমার (২)
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নিরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি তোমার।
জ্যোৎস্না লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো
এই জোছনা আমার (২)
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
আমাকে
আমি থাকবো না নির্বাক
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
জেমসের গান ০৯
কোথায় আছে, কেমন আছে মা? ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না । মা গানের লিরিক্স।
গানের নাম – মা
কন্ঠ – জেমস
কথা – প্রিন্স মাহমুদ
সুর – প্রিন্স মাহমুদ
অ্যালবাম – এখনও দু’চোখে বন্যা
দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ,
কষ্টের তীব্রতায় করেছ আমায় লালন,
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো
জন্মান্তরের বাধন কোথা হারালো?
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে, কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ,
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় সুখ,
অনেক ঋণের জালে মাগো বেধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে,
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস?
কোথায় আছে, কেমন আছে মা?
ভোরের তারা েরাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না
জেমসের গান ১০
তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই, সকাল, দুপুর, রাতে। জেমসের এই গানের লিরিক্স।
গানের নাম – তোর প্রেমেতে
কন্ঠ – জেমস
কথা – সোহানী হোসেন
সুর – বাপ্পা মজুমদার
সঙ্গীত – বাপ্পা মজুমদার
তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল, দুপুর, রাতে
আগুন জ্বেলেও পুড়লাম আমি
দিলাম তাতে ঝাপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ
তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল, দুপুর, রাতে
তোর কারণে ভুললাম আমি
গোত্র জাতি কুল
কাটাঁর সাথে কলাম সন্ধি
পায়ে পিষে ফুল
কেমন করে সইবো আমি
প্রেম আগুনের তাপ
তোর আমার প্রেমে ছিলো রে
বন্ধু ছিলো পুরোটাই পাপ
পথ হারানো পথিক হলাম
সব হারিয়ে নিঃস্ব
তোর আমার এই প্রেমের
কি দাম দেবে াবশ্ব
প্রেমের নামে কিনলাম আমি
নিঠুর অভিশাপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ
তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে
বন্ধু তোরে খুঁজে বেড়াই
সকাল, দুপুর, রাতে।
আপনার পছন্দের গানের লিরিক্স দেখতে নিচের গানে ক্লিক করুন।
০২. এক নদী যমুনা
০৩. লিখতে পারিনা কোনো গান
০৪. দুঃখিনী দুঃখ করো না
০৫. তুমি যদি নদী হও
আগামী পর্বে আরো ৫ টি গানের লিরিক্স থাকবে। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ
জেমসের গানের লিরিক্স (পর্ব – ০১) দেখতে ক্লিক করুন।
জেমসের গানের লিরিক্স (পর্ব – ০২) দেখতে ক্লিক করুন।
জেমসের গানের লিরিক্স (পর্ব – ০৩) দেখতে ক্লিক করুন।