জেমসের সেরা ৫ টি গানের লিরিক্স (পর্ব – ০৩)

জেমসের সেরা আরো ৫ টি গানের লিরিক্স এখানে দেওয়া হলো। এখানের কোন গানটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।

এখানে যে ৫ টি গান আছে সেগুলো হল – 

 

জেমসের ছোট পরিচয় :

ফারুক মাহফুজ আনম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়; জন্ম : ২ অক্টোবর ১৯৬৪) তিনি হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা এবং একজন বলিউড নেপথ্য গায়ক।
 

তিনি রক ব্যান্ড “ফিলিংস” (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। 

 

জেমসের গান – ১১

জেমসের তুমি জানলে না, আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা, কত যে দুঃখ বোনা গানের লিরিক্স।

গানের নাম – তুমি জানলে না 
কন্ঠ – জেমস
কথা – প্রিন্স মাহমুদ
সুর – প্রিন্স মাহমুদ
অ্যালবাম – পিয়ানো

তুমি জানলে না
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা

পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড়
কষ্টের নদী বয়ে চলে

আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে
হয়ে গেছে তা ক্ষয়

এতদিন পাশে থেকেও আহায়ে আহাহা
বোঝ নি পাথরের নীরবতা
তুমি জানলে না

তুমি জানলে না
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা

জেমসের গান – ১২

 

কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। জেমসের
কবিতা গানের লিরিক্স।

গানের নাম – পদ্ম পাতার জল
কন্ঠ – জেমস
কথা – তরুণ
শিষ – চারু
সুর – জুয়েল বাবু
অ্যালবাম – ও আমার প্রেম




কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা
দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল

বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন
দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল

নয়ন গভরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায়
দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল

জেমসের গান – ১৩

পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়, দেবদাস গানের লিরিক্স।

 

গানের নাম – দেবদাস
কন্ঠ- জেমস
কথা – প্রিন্স মাহমুদ
সুর- প্রিন্স মাহমুদ
অ্যালবাম – পিয়ানো

 

আরো গভীরে যদি যেতে
আমার প্রতি ভাবনায়,
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার?

পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উহহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়

তানপুরাটা বাজেনা সুরে
এ জীবন যেতো ছিরে যাওয়া তার,
নিঃস্ব করে আজ সে বহুদূরে
হতে চাইনা তার করুণা,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়

ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর,
জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস কোরনা নিয়ে হৃদয়,
দেবদাস বোলনা আমায়।

জেমসের গান – ১৪

 

 

গানের নাম – বাংলাদেশ
কন্ঠ – জেমস
কথা – প্রিন্স মাহমুদ
সুর – প্রিন্স মাহমুদ

 

অ্যালবাম – পিয়ানো

 

 
 

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।

 

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

 

জেমসের গান – ১৫

 

গানের নাম – বাবা কতদিন দেখি না তোমায়
কন্ঠ – জেমস
কথা – প্রিন্স মাহমুদ
সুর – প্রিন্স মাহমুদ
অ্যালবাম – হারজিত

ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মতো মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না

বাবা বলত ও খোকা যখন আমি থাকবো না,
কি করবি রে বোকা………
এতো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়,
কেউ বলে না মানিক কোথায় আমার ওরে বুকে আয় ।।

চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমায়
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরানের বাণী…..

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়,
কেউ বলে না মানিক কোথায় আমার ওরে বুকে আয় ।।

ছেলে আমার বড় হবে
মাকে বলত সে কথা
হবে মানুষের মতো মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না

বাবা বলত ও খোকা যখন আমি থাকবো না
কি করবি রে বোকা………
এতো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো

বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত, কতরাত দেখিনা তোমায়,
কেউ বলে না মানিক কোথায় আমার ওরে বুকে আয় ।।


 

জেমসের গান – ১৬

গানের নাম – কবিতা

 

কন্ঠ : জেমস

 

কথা : তরুণ

 

শিষ : চারু

 

সুর : জুয়েল বাবু

 

অ্যালবাম : ও আমারা প্রেম

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল…..।
পদ্ম পাতার জল

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফিরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন (২)

দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল…..।
পদ্ম পাতার জল

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

নয়ন গভীরে আঙ্গিনা

 

নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা (২)

দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল…..।
পদ্ম পাতার জল

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।



আপনার পছন্দের গানের লিরিক্স দেখতে নিচের গানে ক্লিক করুন।

 

আগামী পর্বে জেমসের আরো ৫ টি গান নিয়ে আসবো। আপনাদের দেখার আমন্ত্রণ রইল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *