বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন সায়েন্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নিয়ে সকল প্রশ্নের উত্তর | BSc in Nursing Admission Circular 2021 Online Apply
★★★নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে★★★
প্রশ্ন উত্তর পর্ব
**প্রশ্নঃ আবেদন কবে থেকে শুরু আর শেষ কবে?
উত্তরঃ আবেদন শুরু ১৫ জুলাই সকাল ১০ টা থেকে,আবেদনের শেষ সময় ঃ১৭ আগষ্ট রাত ১২ টা পর্যন্ত এবং পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ১৮ আগষ্ট রাত ১২ টা পর্যন্ত।
**প্রশ্নঃবিএসসি ও ডিপ্লোমাতে আবেদন ফি কত?
উত্তরঃবিএসসাইট আবেদন ফি ৭০০ টাকা ও ডিপ্লোমা ইন সায়েন্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আবেদন ফি ৫০০ টাকা।
**প্রশ্নঃ বিএসসিতে আবেদনের যোগ্যতা কেমন লাগে?
উত্তরঃবিএসসিতে এসএসসি ও এইচএসসিতে উভয়ক্ষেত্রে পয়েন্ট ৩ করে থাকতেই হবে,৩ এর নিচে গ্রহণ যোগ্য না এবং টোটাল পয়েন্ট মিনিমাম ৭ থাকতেই হবে,জীববিজ্ঞানে পাস মার্ক থাকতে হবে।
**প্রশ্নঃডিপ্লোমা ইন সায়েন্স ও মিডওয়াইফারিতে আবেদনের যোগ্যতা কেমন লাগে?উত্তরঃডিপ্লোমা ইন সায়েন্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে এসএসসি ও এইচএসসিতে উভয় ক্ষেত্রে মিনিমাম ২.৫০ করে পয়েন্ট থাকতেই হবে এবং টোটাল পয়েন্ট ৬.০০ থাকতেই হবে।
**প্রশ্নঃ আচ্ছা এসএসসি পাশ করে কি নার্সিং করা যায়?
উত্তরঃ না। নার্সিং পড়তে হলে এইচএসসি পাশ হতে হবে।
**প্রশ্নঃ ভর্তি পরীক্ষা সর্বমোট কত নাম্বারের উপর হয়ে থাকে?
উত্তরঃ ভর্তি পরীক্ষা সর্বমোট ১৫০ নম্বরের হয়ে থাকে।তার মধ্যে জিপিএ ৫০ মার্কস ও এমসিকিউ ১০০ মার্কস।
**প্রশ্নঃভর্তি পরীক্ষা কি লিখিত হবে নাকি এমসিকিউ?
উত্তরঃভর্তি পরীক্ষা ১ ঘন্টার ১০০ নম্বরে এমসিকিউ পরিক্ষা হবে।
**প্রশ্নঃ ভর্তি পরীক্ষায় কি কোনো নেগেটিভ মার্কস আছে?
উত্তরঃ না কোনো নেগেটিভ মার্কস নেই।অর্থাৎ পরীক্ষায় কোনো ভুল উত্তর দিলেও তার জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।
**প্রশ্নঃ এইবার এসএসসি ও এইচএসসি কোন কোন ব্যাচ পরীক্ষা দিতে পারবে?
উত্তরঃএসএসসি ১৭,১৮, ও এইচএসসি ১৯,২০ ব্যাচ পরীক্ষা দিতে পারবে।
**প্রশ্নঃআমার জিপিএ মার্কস হিসাব কিভাবে করবো?উত্তরঃএসএসসির জিপিএ কে ৪ দ্বারা গুন করো একইভাবে এইচএসসির জিপিএ কে ৬ দ্বারা গুণ করো।তারপর গুণফল যে দুইটা আসছে যোগ করো ।যে ফল আসবে সেটাই ৫০ এর মধ্যে তোমার জিপিএ মার্কস আছে।
**প্রশ্নঃডিপ্লোমা ইন সায়েন্স আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ ডিপ্লোমা ইন সায়েন্স অল পেশেন্ট কেয়ার,ডিপ্লোমা ইন মিডওয়াফারি মাদার এন্ড চাইল্ড কেয়ার।ডিপ্লোমা ইন সায়েন্সে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে আর ডিপ্লোমা ইন মিডওয়াফারি শুধু মাত্র মেয়েদের জন্য…প্রশ্নঃনার্সিংয়ে ছেলে মেয়ে কত শতাংশ করে নেয়া হবে?
উত্তরঃ সরকারিতে ছেলে ১০ % নেয়া হবে আর বাকি ৯০ % মেয়ে।বেসরকারিতে ২০% ছেলে আর ৮০% মেয়ে নেয়া হবে।
**প্রশ্নঃ নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনের লিঙ্ক কোনটি?
উত্তরঃ http://bnmc.teletalk.com.bd
**প্রশ্নঃ কলেজ চয়েজ দেয়া যায় মোট কতটি?
উত্তরঃএখন পর্যায়ক্রমে সবগুলো কলেজ চয়েজ দেয়া যাবে।
**প্রশ্নঃবিএসসি ও ডিপ্লোমা দুইটা এক সাথে আবেদন করতে পারবো কিনা?
উত্তরঃ না বিএসসি তে আবেদন করলে ডিপ্লোমা তে আবেদন করা যাবে না,বিএসসি কলেজ ১৩টা ঐ ১৩ টার মধ্যেই চয়েজ দিতে হবে।
**প্রশ্নঃ ডিপ্লোমা ইন সায়েন্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটা কোর্সেই কি একসাথে আবেদন করা যাবে?
উত্তরঃ হ্যাঁ, যাবে তবে এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য… মেয়েরা উভয় কোর্সের প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান ও কোর্স একই সাথে পূরণ করে দিতে হবে এটা মাথায় রাখতে হবে।
**প্রশ্নঃ আবেদন করার সময় কি কি লাগবে?
উত্তরঃ আবেদন টা অনলাইনে যেহেতু করতে হবে , কাগজ পত্র বলতে এসসএসি,এইচএসসির নম্বর পত্র ,রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম নিবন্ধন ,ছবি 300/300 pixel মাপের সদ্য তোলা রঙ্গিন ছবি 100 KBএর বেশি হওয়া যাবে না, আর স্বাক্ষর 300 /80 pixel মাপের স্ক্যান করা আর এটা 60 kB এর বেশি হওয়া যাবে না ।
**প্রশ্নঃসরকারি বিএসসি কলেজ কি এই বছর বাড়ছে?
উত্তরঃ না বাড়ে নাই।আগে যেগুলো ছিলো সেগুলোই আছে।
**প্রশ্নঃ পরীক্ষা কি আলাদা হবে?
উত্তরঃ হ্যাঁ। বিএসসিদের প্রশ্ন আলাদা হবে,পরীক্ষার সেন্টার ও আলাদা হবে।ডিপ্লোমা ইন সায়েন্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির পরীক্ষা একসাথে ও অভিন্ন প্রশ্ন হবে।
**প্রশ্নঃএইবারের নার্সিং ভর্তি পরীক্ষাটা কোথায় হবে?
উত্তরঃ এইবার কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনায় পরীক্ষা হচ্ছে দেশের ১৯ টি সেন্টারে। ঢাকা,চট্রগ্রাম, রাজশাহী,খুলনা,সিলেট, বরিশাল,রংপুর,ময়মনসিংহ,গাজীপুর,টাঙ্গাইল,ফরিদপুর,কুমিল্লা,নোয়াখালী,যশোর,বগুড়া,দিনাজপুর,পটুইয়াখালী,হবিগঞ্জ,রাঙ্গামাটি।প্রত্যেকটি সেন্টারের কোড আছে,সেন্টার কোড ভালোভাবে দেখে সিলেক্ট করতে হবে, পরীক্ষার্থী চাইলেই যেকোনো সেন্টার নির্বাচন করতে পারে।
**প্রশ্নঃসরকারি বিএসসি নার্সিং কলেজে আসন কয়টি?
উত্তরঃ১৩ টি কলেজ আছে।সর্বমোট আসন ১২০০ট।
**প্রশ্নঃসরকারি ডিপ্লোমা ইন সায়েন্স এ কলেজ কতটি আর আসন কত?
উত্তরঃ ডিপ্লোমা ইন সায়েন্স এ কলেজের সংখ্যা ৪৬ টি এবং আসন আছে মোট ২৭৩০টি।
**প্রশ্নঃসরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কলেজের সংখ্যা কত এবং আসন কত?উত্তরঃডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কলেজের সংখ্যা ৪১ টি এবং আসন আছে ১০৫০ টি।
**প্রশ্নঃ একবার কলেজ চয়েজ দিয়ে কি সেটা মুছে আবার পুনরায় কলেজ চয়েজ দেয়া যাবে কি?
উত্তরঃ না,একবার পছন্দক্রম অনুযায়ী কলেজ চয়েজ দেয়ার পর সেটা আর পরিবর্তন হবে না।
**প্রশ্ন: বয়স ২২এর বেশি হলে কি সমস্যা আছে?
উত্তরঃ হ্যাঁ আছে,বয়স ২২ এর বেশি হতে পারবে না এটা নার্সিং এর রুলস।
**প্রশ্নঃ কোটা বিষয়ে কিছু গুরুত্তবপূর্ণ তথ্য দেন?
উত্তরঃ যদি কারো কোটা থাকেতাহলে কোটা অপশনে ক্লিক করতে হবে ,কোটা অপশন পরিবর্তনের সুযোগ থাকবে না। কোটায় ভর্তির সুযোগ পেলে ভর্তির সময় প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারলে ভর্তি বাতিল হবে।
**প্রশ্নঃ জেলা কোঠা বিষয়ে কিছু গুরুত্তপূর্ণ তথ্য দেন?
উত্তরঃ হোম ডিস্ট্রিক্ট এর ঘর যথাযথভাবে পূরন করতে হবে,পূরনকৃত জেলা কোঠায় ভর্তির সুযোগ পেলে ভর্তির সময় সে জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে জন্ম সনদ না দেখাতে পারলে ভর্তি বাতিল হবে।
**প্রশ্নঃজেলা কোঠা কারা পাবে?
উত্তরঃ কোনো ব্যাক্তি যে কোর্সে পরিক্ষা দিতে ইচ্ছুক সেই কোর্সের কোনো সরকারি প্রতিষ্ঠান যদি তার জেলায় থাকে তবেই সে জেলা কোঠা পাবে।আর যদি তার জেলায় ঐ কোর্সের নার্সিং প্রতিষ্ঠান না থাকে তবে সে জেলা কোঠা পাবে না।
**প্রশ্নঃ জেলা কোঠায় নির্বাচিত হয় কিভাবে?
উত্তরঃ উদাহরণসরূপঃধরো তোমার বাড়ি রংপুর , তুমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আবেদন করবে। আর, ধরে নেয়া যাক এই বছর রংপুর জেলা থেকে ১ হাজার জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এখন এই ১ হাজার জনের মধ্যে ধরো ২০ জন জাতীয় মেধায় বিভিন্ন নার্সিং ইন্সটিটিউটে চান্স পেয়ে গেলো।
তাহলে, ১ হাজার জনের মধ্যে বাকী যে ৯৮০ জন আছে, এদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১৭ জন জনকে রংপুর জেলা থেকে জেলা কোটায় নিয়ে নেওয়া হবে।
ভর্তি পরীক্ষায় তোমরা যে নম্বরই পাও না কেন, তোমার রংপুর জেলার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে এই প্রথম ১৭ জন জেলা কোটায় চান্স পেয়ে যাবে। তবে অবশ্যই
পাশ মার্ক ৪০+ পেতে হবে…
**প্রশ্নঃ বিএসসি ইন নার্সিং এর কোন কোন বিষয় পড়তে হবে আর কোন বিষয় থেকে কত নাম্বারের এমসিকিউ থাকবে?উত্তরঃ বাংলা (২০), ইংরেজি (২০),গণিত (১০),বিজ্ঞান (৩০)-জীব বিজ্ঞান,পদার্থ রসায়ন মিলিয়ে আর সাধারণ জ্ঞান (২০)
**প্রশ্নঃডিপ্লোমা ইন সায়েন্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য কি কি পড়তে হবে ও কোন বিষয় থেকে কত মার্কস এর এমসিকিউ আসবে?
উত্তরঃ বাংলা (২০),ইংরেজি (২০),গণিত (১০),সাধারণ বিজ্ঞান (২৫) আর সাধারণ জ্ঞান (২৫)
প্রশ্নঃ কত পেলে সরকারিতে চান্স পাওয়া সম্ভব?
উত্তরঃএটা আসলে পরিক্ষার প্রশ্নটা কেমন হবে তার উপর নির্ভর করে,যদি প্রশ্ন সহজ হয় তাহলে মেয়েদের ৮০+ এবং ছেলেদের ৯০+ এ হবে আশা করা যায় (২০১৯ তথ্য অনুযায়ী) যদি প্রশ্ন কঠিন হয় তবে ৬০+ বা ৭০+ এও হয় (২০১৭,১৮ তথ্য অনুযায়ী)।তবে বরাবরই বিএসএসির প্রশ্ন থেকে ডিপ্লোমার প্রশ্ন সহজ হয়ে থাকে।
ধন্যবাদ
Md.Mishkatur Rahman
Registered Medical Assistant
BM&DC Reg. No: D-17796