৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সংসদ টিভির ক্লাস রুটিন প্রকাশ | Sangsad TV class routine
বিশ্বব্যাপী নোবেল করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও হানা দিয়েছে এই ভাইরাস। এর এর ফলে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। প্রাথমিক থেকে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্যে শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাসসমূহ ভিডিও ধারণ করে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করছে। প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
আগামীকাল ২৯ মার্চ থেকে শুরু হবে এ পাঠদান কার্যক্রম। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে। বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেই ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে। শ্রেণি শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের ওপর বাড়ির কাজ প্রদান করবে। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।
Bangladesh Education Ministry has introduced a new initiative for taking Online classes for class 6 to 10 during the Corona Virus and shut down all of Educational Institutions in BD. The secondary level can attend this class from class 6 to class 10. It’s like a live TV classroom also called as a digital classroom. The government has taken a total of 35 classes to lecture online class routines for the student. If the problem will continue the authority expect that they will take another more classes.
Sangsad TV live class routine is starting from 29th March and it will continue till 2nd April 2020. There have two sections one is the morning section and another is the evening section. The morning section class will start from 9:00 am close to 12:00 p.m. The beginning of the class student will take five minutes for National Anthem
An online class new routine has been published by the education board authority. This routine is available on helping Easy Tube on the official website. According to the new routine of an online class, the class is started on 5 April 2020. On this new routine the class for class 6 to class 9 student. The classes will be started at 9 a.m. And continuity till 2:00 p.m. These classes are divided into two shifts. The first class will start at 9 a.m. and the last class will end at 12:00 pm. All classes will re-telecast from 2 p.m. to 5:00 p.m. on Sangsad TV.