5th week class 7 science assignment solution

৫ম সাপ্তাহের ৭ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের এস্যাইনমেন্ট এর সমাধান

প্রশ্ন ১: লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মােমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষন পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।

ক) তাপ সঞ্চালন কাকে বলে?

খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?

গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।

ঘ) উদ্দীপকের আলােকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর।


সংক্ষিপ্ত প্রশ্ন:

১। গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?


উত্তরসমূহ


 ক) তাপ সঞ্চালন কাকে বলে?

ক নং প্রশ্নের উত্তর:

তাপ সঞ্চালন: তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। তাপ সঞ্চালন ৩ ভাবে হয়। যথা:

  1. পরিবহন
  2. পরিচলন
  3. বিকিরন


খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন?

খ নং প্রশ্নের উত্তর:

তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যাওয়ার কারণ: ভূপৃষ্ঠের পানি বাষ্প হয়ে বায়ুতে মিশে। বায়ুতে সব সময়ই এভাবে কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর আর্দ্রতা বেশি হয়। জলীয় বাষ্প কম থাকলে বায়ুর আর্দ্রতা কম হয়। তাপমাত্রা বাড়লে পানি বেশি করে বাষ্পে পরিণত হয়। আবার তাপমাত্রা বাড়লে বায়ু বেশি করে জলীয় বাষ্প ধারন করতে পারে।

আমাদের দেশে শ্রাবণ ও ভাদ্রমাসে গরম পড়ে। কারণ তখন মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প উড়িয়ে নিয়ে আসে। জলীয় বাষ্প বা আর্দ্রতা বেশি থাকলে আমাদের গায়ে ঘাম হয়। বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে মেঘ এবং শেষে বৃষ্টি হয়।


গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।

গ নং প্রশ্নের উত্তর:

ফারেনহাইট স্কেলে নিম্ন স্মিরাস্ককে 32 ডিগ্রি এবং উর্ধ্ব স্থিরাঙ্ককে 212 ডিগ্রি ধরা হয়। জ্বর আসলে কেউ হয়তো বলে থাকেন যে জ্বর 101 ডিগ্রি। আসলে গায়ের তাপমাত্রা ছিল 101 ডিগ্রি ফারেনহাইট। উদ্দীপকে দন্ডের তাপমাত্রা 50 ডিগ্রি (50 0 ) সেলসিয়াস।



ঘ) উদ্দীপকের আলােকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর।

ঘ নং প্রশ্নের উত্তর:

উদ্দীপকের আলোকে বস্তুতে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চানিত হয়েছে।

বিশ্লেষণঃ কঠিন পদার্থের গরম কনাগুলো দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। 

কঠিন পদার্থের মধ্যে ধাতব পদার্থ গুলো যেমন লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম দস্তা এগুলো দ্রুত তাপ পরিবহন করে। তাই রান্নার জন্য ধাতুর তৈরি হাঁড়ি ব্যবহার করা হয়। অধাতু যেমন কাঠ, সুতি, কাপড়, মাটি এসব তাপ পরিবহন করে খুবই কম। তাই গরম হাড়ি ধরার জন্য আমরা কাপড়ের টুকরা ব্যবহার করি।


সংক্ষিপ্ত প্রশ্ন:-

গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?

মানুষের চরিত্র আর ধাতু তথা জড়বস্তুর চরিত্র এক নয়। বাড়িতে বৌ বা বাচ্চারা রেগে গিয়ে চিমনি(মাথা) গরম করলে একটা গিফট ধরিয়ে দিলেই চিমনি অমনি ঠান্ডা হয়ে যায়। কিন্তু হারিকেনের চিমনি গরম হলে প্রসারিত হয়ে আয়তন বৃদ্ধি পায় এখন এই উত্তপ্ত চিমনিতে পানি ঢাললে চিমনি শিতল হয় এবং আয়তন দ্রুত হ্রাস পায় এবং সংকুচিত হয়ে ফেটে যায়।


One thought on “5th week class 7 science assignment solution

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *