Bachelor Point | Season 4 | Episode 01 | Kajal Arefin Ome

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪, ইপিসোড ০১ । আজ ১১ মার্চ থেকে প্রচার হবে | Kajal Arefin Ome | Bachelor Point – Season 4। শুক্র-শনি-রবিবার রাত ৯ঃ০০ তে ধ্রুব টিভি দেখানো হবে এই ইপোসোড, সিজন-৪ এর ইপিসোড ০১ দিয়ে শুরু হবে এই ইপিসোড । ১১ মার্চ ২০২২ রাত ৯ টায় দেখা যাবে প্রথম ইপিসোড।

Bachelor Point’ Season 4, Episode 01: Release Date Published | Bachelor Point | Season 4 | Episode 01 | Kajal Arefin Ome | Dhruba Tv Drama Serial
Bachelor Point’ Season 4, Episode 01. It will be broadcast from March 11 Kajal Arefin Ome। Bachelor Point – Season 4. This episode will be shown on Dhruv TV on Friday-Saturday-Sunday at 9:00 pm. This episode will start with episode 01 of season-4. The first episode will be aired on March 11, 2022 at 9 pm.

অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম প্রিয় ব্যাচেলর পয়েন্ট নাটকের জন্যে। Finally It’s Beganআশা করি সবাই উপভোগ করবেন নাটকটি যাত্রা শুরু হলো Bachelor Point Season 4 এর Mark the Date : 11-03-2022

শিরোনাম: ব্যাচেলর পার্টি গান | কাজল আরেফিন ওমি | ধ্রুব টিভি শুক্র-শনি-রবিবার রাত ৯ঃ০০ তে ধ্রুব টিভি দেখানো হবে এই ইপোসোড, সিজন-৪ এর ইপিসোড ০১ ।

তৃতীয় সিজন পর্যন্ত প্রচার হয়েছিল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির মাধ্যমে দর্শকদের পছন্দের তালিকায় উঠে আসে কাবিলা, নেহাল, শুভ, হাবু ও পাশাসহ বেশ কিছু চরিত্র।

কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির নতুন সিজন দেখতে ব্যাকুল তরুণ প্রজন্মের দর্শকরা। তাদের কথা চিন্তা করেই নির্মিত হয়েছে নাটকটির নতুর সিজন। যা প্রচার হবে শুক্রবার (১১ মার্চ) থেকে।

এ বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি জানান, আজ ১১ মার্চ রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব। এরপর রাত ৯টায় উন্মুক্ত করা হবে ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে।

 

তিনি আরও জানান, প্রতি শুক্র, শনি ও রোববার একই সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরের নতুন পর্ব প্রচারিত হবে।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল।

 

এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। তবে নতুন সিজনে থাকছেন না শামীম হাসান ও তৌসিফ মাহবুব।

Bachelor Point 4 Episode 01 Watch HD Video Live Dhruba Tv Chenel Click here

বিস্তারিত:

ব্যাচেলর পয়েন্ট একটি বাংলাদেশী কৌতুকধর্মী ধারাবাহিক নাটক, যা ৪ আগস্ট ২০১৮ সালে চ্যানেল নাইনে সর্বপ্রথম প্রচারিত হয়। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এবং এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, সাবিলা নূর, নাদিয়া আফরিন মিম, তানজিন তিশা, সঞ্জনা সরকার রিয়া, সিফাত শাহরিন, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারী, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, তামিম মৃধা, মোঃ সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা প্রমুখ।

ব্যাচেলর পয়েন্ট প্রথম মৌসুম ৩১ জানুয়ারি ২০১৯ সালে শেষ হয়। দ্বিতীয় মৌসুম শুরু হয় ২১ নভেম্বর ২০১৯ সালে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ৪ এপ্রিল ২০২০ সালে এটি অস্থায়ীভাবে শেষ হয়, এটি বাংলাভিশন এবং ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। ১০ সেপ্টেম্বর ২০২০ থেকে ব্যাচেলর পয়েন্টের আবার সম্প্রচার শুরু হয় এবং ৯ অক্টোবর ২০২০ সালে এর দ্বিতীয় মৌসুম শেষ হয়। তৃতীয় মৌসুম ১০ অক্টোবর ২০২০ সালে শুরু হয়ে ১৩ এপ্রিল ২০২১ সালে শেষ হয়। বৃহস্পতিবার থেকে শনিবার, এই তিনদিন সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মৌসুম তিন প্রচার হয়।[৮] নাটকের চতুর্থ মৌসুম ১১ মার্চ ২০২২ সালে শুরু হয়।

 

Bachelor Point 4 Episode 01 Watch HD Video

পটভূমি

এই নাটকের মূল দৃশ্যপট, ঢাকা শহরে কয়েকজন অবিবাহিত ছেলের একসাথে একই ফ্ল্যাটে জীবনযাপনকে কেন্দ্র করে। এটি ঢাকা শহরে একসাথে ব্যাচেলর পয়েন্টে বসবাসকারী বিভিন্ন জেলা এবং অঞ্চলের লোকদের সম্পর্কে নির্মিত।

 

অভিনয়ে

শুভ চরিত্রে মিশু সাব্বির (মৌসুম ১-বর্তমান)

কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশ (মৌসুম ১-বর্তমান)

পাশা চরিত্রে মারজুক রাসেল (মৌসুম ২-বর্তমান)

হাবু চরিত্রে চাষী আলম (মৌসুম ১-বর্তমান)
বাচ্চু চরিত্রে মুসাফির সৈয়দ বাচ্চু (এলাকার গুন্ডা) (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
জাকির চরিত্রে মুকিত জাকারিয়া (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)

নাবিলা চরিত্রে সাবিলা নূর (মৌসুম ১-বর্তমান)
শিরিন চরিত্রে মনিরা মিঠু (নিরালা, নাফিসা ও নাবিলার মা) (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
রানা চরিত্রে আবদুল্লাহ রানা (নিরালা, নাফিসা ও নাবিলার বাবা) (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)

রিয়া চরিত্রে সঞ্জনা সরকার রিয়া (মৌসুম ২-বর্তমান)
নাঈম স্যারের চরিত্রে এফএস নাঈম (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
বোরহান চরিত্রে শরাফ আহমেদ জীবন
অন্তরা চরিত্রে ফারিয়া শাহরিন

ককটেল বাবু চরিত্রে সুমন পাটোয়ারী (মৌসুম ৩)
বজরা বাজার জাকির চরিত্রে মোঃ সাইদুর রহমান পাভেল

জুবায়ের হালিম চরিত্রে মাশরুর এনান
সাদিয়া চরিত্রে সায়মা শাইকা আলম

লামিয়া চরিত্রে লামিমা লাম[৯]

মাসুদ চরিত্রে আজিজুর রহমান আজাদ
ইসরাত পুনম (মৌসুম ৩)
জান্নাতুল ফেরদৌস রিতু (মৌসুম ৩)
আইরিন আজাদ

বিন্দু চরিত্রে লাবনো বিন্দু
মোখলেসুর রহমান বাবু
শিমুল চরিত্রে শিমুল শর্মা (মৌসুম ২-বর্তমান; পুনরাবৃত্তি)

আনোয়ার (হান্টার জানোওয়ার) চরিত্রে আনোয়ার হোসেন (মৌসুম ১-মৌসুম ২)
নওশিন
লিওনা লুবাইনা ইসলাম (মৌসুম ১- বর্তমান)
আরেফিনের পিতা চরিত্রে হিন্দোল রায় (মৌসুম ১- বর্তমান; পুনরাবৃত্তি)
আরেফিনের সৎমা হিসেবে স্বপ্না শেখ (মৌসুম ১- বর্তমান; পুনরাবৃত্তি)

নাঈম মোস্তফা চরিত্রে নাজমুল হাসান নাঈম (মৌসুম ১-মৌসুম ২)
শিমুল ভুইয়ান (নোয়াখালী)

নেহাল চরিত্রে তৌসিফ মাহবুব (মৌসুম ১-মৌসুম ২)
আরেফিন চরিত্রে শামীম হাসান সরকার (মৌসুম ১-মৌসুম ২)
নাফিসা চরিত্রে নাদিয়া আফরিন মিম (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
নিরালা চরিত্রে তানজিন তিশা (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)

আদিত চরিত্রে তামিম মৃধা (মৌসুম ২- বর্তমান)
এলভিন চরিত্রে তাসনোভা হক এলভিন (মৌসুম ১- বর্তমান; পুনরাবৃত্তি)

এলভিনের ভাই সাজ্জাদ চরিত্রে ইরফান সাজ্জাদ (মৌসুম ১; পুনরাবৃত্তি)
শুভর পিতা চরিত্রে ফখরুল বাশার মাসুম (মৌসুম ১- বর্তমান; পুনরাবৃত্তি)

পলি চেয়ারম্যান চরিত্রে গুলশান আরা আহমেদ, কাবিলার মা (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)
সজীব (আরেফিনের চাচাতো ভাই) চরিত্রে জাকি আহমেদ জারিফ আবদুল্লাহ (মৌসুম ১-বর্তমান)

ড্রোগবা চরিত্রে তানজিম হাসান অনিক (মৌসুম ২-বর্তমান; পুনরাবৃত্তি)
রেহানা হিসেবে সিফাত শাহরিন (মৌসুম ১-বর্তমান; পুনরাবৃত্তি)

তুর্য চরিত্রে নাইম খান তুর্য (মৌসুম ২-বর্তমান; পুনরাবৃত্তি)

 

Bachelor Point 4 Episode 01 Watch HD Video Live Dhruba Tv Chenel Click here

সময়সূচি

মৌসুম ১ (পর্ব ১-৩৮) প্রতি শনিবার থেকে সোমবার রাত ৮:৪৫ মিনিটে চ্যানেল ৯ এ প্রচারিত হয়
মৌসুম ১ (পর্ব ৩৯-৫২) প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার রাত সোয়া আটটায় চ্যানেল ৯ এ প্রচারিত হয়

Bachelor Point 4 Episode 01 Watch HD Video

মৌসুম ২ (পর্ব ১-৫৭) বাংলাভিশন এবং ধ্রুবা টিভিতে প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার রাত ৯ টায় প্রচারিত হয়
মৌসুম ২ (পর্ব ৫৮-৭১) প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা ৭টায় ধ্রুব টিভিতে প্রচারিত হয়
মৌসুম ৩ (পর্ব ১-৭৯) ধ্রুব টিভিতে প্রচারিত হয় (বাংলাদেশী সময়)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *