Class 6 Assignment Solution Bangla 5th week 2021 | Assignment Answer

Class 6 Bangla 5th week Assignment Solution 2021

৬ষ্ট শ্রেণীর বাংলা বিষয়ের সমাধান ৫ম সপ্তাহ ২০২১ ইংরেজী

সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা আশাকরি তোমরা ভালো আছো। Helping Easy Tube এই সাইটে নিয়মিত তোমাদের এস্যাইনমেন্ট এর সমাধান দেওয়া হয়। তোমরা নিশ্চয় জানো যে তোমাদের ৫ম সাপ্তাহের এস্যাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। আজকে আমরা ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণীর ৫ম সাপ্তাহের বাংলা বিষয়ের সমাধান দেখবো, চলো শুরু করি। 

প্রশ্ন: 


অধ্যায়: – মিনু (গদ্য) 

পাঠ নাম্বার – ০২ মিনু এস্যাইনমেন্ট : বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধর। 

নির্দেশনা: পাঠ্য বইয়ের ৭ পৃষ্ঠা থেকে ১৩ পৃষ্ঠায় ‘মিনু’ গল্প ও তার বিষয়বস্তু পড়বে। 

মূল্যায়ন রুব্রিক্স: 
১. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য, তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এবং লেখায় লক্ষনীয়মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে – অতি উত্তম। 
২. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথা,তত্ত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ এবং লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে – উত্তম। 
৩. বিষয়স্তুর সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব, তথ্য তত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে আংশিকভাবে সঙ্গতিপূর্ণ এবং লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকলে – ভালো। 
8. বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তথ্য, তত্ব, ধারণা ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং লেখায় নিজ্বতা ও সৃজনশীলতার অভাব থাকলে – অগ্রগতি প্রয়োজন।

৬ষ্ট শ্রেণীর বাংলা বিষয়ের সমাধান ৫ম সপ্তাহ ২০২১ ইংরেজী



উত্তর

যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা বুদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে কারণে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়।  বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেইসব শিশুদের বুঝায় সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধি সংবেদন, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময় ক্ষমতা ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রার কম বা বেশি হয় তাকেই ব্যতিক্রমী শিশু বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ যারা সাধারণের বাইরে তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শিক্ষা পদ্ধতি ভালো ফল দেয় । এ ধরনের শিশুদের যদি জটিল বিষয়কে সহজ-সরলভাবে ধাপে ধাপে উপস্থাপন করে শেখানো যায় তবে তারা সহজে বুঝতে পারবে।  শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে শিশুদের শিক্ষাদান করা যেতে পারে।

বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো-

আমার আচরণ যেমন হওয়া উচিত-

  • বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করতে পারি।
  • তাদেরকে কথা বলার বা দেখানোর সুযোগ  দেওয়ার ব্যবস্থা করতে পারি।
  • কিছু না বুঝলে অথবা বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দিতে পারি।
  • সহজ, সরল ও সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলতে পারে।
  • তাদের সাথে সর্বদা ভালো আচরণ করতে পারি।
  • তাদেরকে যে কোন সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা করতে পারি।
  • তাদের কোনো অসুস্থতা দেখা দিলে বিলম্ব না করে শিক্ষকদের জানাতে পারি।
  • তাদেরকে সব সময় হাসিখুশি তথা বিনোদনের মধ্যে রাখতে পারি।
  • শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরাও  যেন তাদের প্রতি  সহানুভূতিশীল হতে পারে সে ব্যবস্থা করতে পারি।
  • তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করতে পারি l

আমার আচরণ যেমন হওয়া উচিত নয়-

  • তাদেরকে পেছনে রেখে সামনের সারিতে বসা উচিত নয়।
  • তাদের সাথে কথা বলা উচিত নয়।
  • তাদেরকে কথা বলায় বাধা দেওয়া উচিত নয়।
  • তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা উচিত নয়।
  • তাদেরকে কখনোই প্রতিবন্ধী কিংবা অটিস্টিক বলা যাবে না।
আশাকরি তোমরা বুঝতে পেরেছো। নিয়মিত এরকম সকল শ্রেণীর সকল বিষয়ের সমাধান পেতে Helping Easy Tube এর সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।

এই সাইটের লিংকটি তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করো।

৬ষ্ট শ্রেণীর ৫ম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের সমাধান দেখতে এখানে ক্লিক করুন।

Related Tag: class 6 bangla assignment 2021,class 6 assignment 2021,class 6 assignment,class 6 bangla assignment,class 6 bangla assignment 5th week,class 6 assignment 5th week,assignment class 6,class 6 bangla assignment 5th week 2021,class 6 assignment 5th week 2021,class 6 assignment 5th week bangla 2021,assignment class 6 5th week,5th week assignment class 6,class 6 assignment solution,class 6 assignment 2021 5th week,class 6 assignment 2021 bangla,class 6 bangla assignment 2021 5th week

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *