Class 6 Bangla Assignment Answer 13th week 2021

Class 6 Assignment 2021 13th week Question



Students will create their assignment solutions to the subjects scheduled for their 13th week. The chapter or part assigned to the assignment should be read well and practiced before creating a solution. Instructions for writing answers are provided with each assignment. The assignment also includes evaluation instructions for each subject.

Students will be able to create assignment Answers with the help of a parent or teacher if needed. Information can also be collected or assisted through the Internet. However, the student has to study and create his/her assignment solution. If you copy someone’s assignment exactly, the teacher of the concerned subject can be canceled it.

Bangla Assignment

Class 6 Bangla assignment 13th week has been published. The student has to write the answer to the question assigned for the assignment and submit it to the school. Before that you have to read the chapter scheduled for Bangla assignment well and write the answer.

                                    Class 6 Assignment 2021 13th week Answer

পৃথিবীতে পরের কল্যাণেই আমাদের আগমন। মানুষ সামাজিক জীব। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানবসমাজ। আমরা সবাই জীবনে সুখ চাই। কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে তা ‘সুখ’ কবিতায় তুলে ধরা হয়েছে। সমাজের অন্য সবার কথা ভুলে নিজের কথা ভাবলে তা হবে সমাজ থেকে বিচ্ছিন্ন। পৃথিবীতে পরের কল্যাণ করাতেই আছে প্রকৃত সুখ।

নিচে মানুষের জন্য কল্যাণকর এমন দশটি কাজ উল্লেখ করা হলো-

১। আপনার গায়েঁর বা মহল্লার একজন দরিদ্র লোককে একটা রিকশা কিনে দিতে পারেন। শুধু খেয়াল রাখবেন লোকটি যেন রিকশাটি বিক্রি না করে দেয়। এটা নিশ্চিত করার জন্য একটা শর্ত আরোপ করে দিতে পারেন যেমন- প্রতিদিন আপনাকে ১০ টাকা করে জমা দিতে হবে। এ টাকাটা আপনি তার জন্য রেখে দিন। পরবর্তীতে কোন এক সময় তার জমা করা সমুদয় টাকা ফেরত দিন। লোকটি বিস্ময়ে অবাক হবে।  আপনি অনেক বেশি আনন্দ লাভ করবেন।

২ । দরিদ্র কৃষককে একটা গাভী বা হালের গরু কিনে দেওয়া

৩। দরিদ্র বিধবাকে কয়েকটি হাঁস-মুরগি বা ছাগল কিনে দেওয়া।

৪। একজন দরিদ্র মাঝিকে একটি নৌকা কিনে দেওয়া।

৫। মাছ ধরার জন্য.একজন দরিদ্র জেলেকে জাল কিনে দেওয়া।

৬। এলাকার অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো।

৭। নিজের ব্যবহৃত পুরোনা কাপড়গুলো দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া।

৮। একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সারা বছরের পড়ালেথার খরচ বহন করা।

৯। বিপদগ্রস্থকে সাহায্য করা।

১০। এলাকার জনগণের কল্যাণে ভাঙ্গা রাস্তা-ঘাট মেরামতের উদ্যোগ নেওয়া।

১১। রাস্তায় চলাকালে কোন ময়লা আবর্জনা দেখলে তা সরিয়ে নির্দিষ্ট স্থানে ফেলা।

১২। এলাকার মানুষকে ভালো ও সৎ কাজের পরামর্শ দেওয়া এবং উৎসাহিত করা।

১৩। ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

১৪। সমবয়সীদের সাথে সুসম্পর্ধ বজায় রাখা এবং বড়দেরকে সম্মান করা।

১৫। সকল প্রকার অন্যায় ও অসামাজিক কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত থাকার পরামর্শ দেওয়া।

১৬। মানুষের কল্যাণে সামজিক ও জনহিভকর কাজ করা। যেমন: প্রাকৃতিক দূযোগ, দুভিক্ষ ও মহামারি প্রতিরোধে সরকারের পাশাপাশি নিজেও কাজ করা।

মানুষ মানুষের জন্য, আমরা যদি একে অন্যের বিপদে পাশে দাঁড়াতে পারি, কাঁধে কাঁধ মিলয়ে সাম্যের গান গাইতে পারি তাহলেই সমাজ হয়ে উঠবে সুন্দর শান্তির এক আবাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *