Class 7 Kormo o Jibonmukhi Shikkha Assignment 2021 ৭ম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের সমাধান ৫ম সপ্তাহ

Class 7 Kormo o Jibonmukhi Shikkha Assignment 2021 

৭ম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের সমাধান ৫ম সপ্তাহ ২০২১ ইংরেজী



সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা আশাকরি তোমরা ভালো আছো। Helping Easy Tube এই সাইটে নিয়মিত তোমাদের এস্যাইনমেন্ট এর সমাধান দেওয়া হয়। তোমরা নিশ্চয় জানো যে তোমাদের ৫ম সাপ্তাহের এস্যাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। আজকে আমরা ২০২১ সালের ৭ম শ্রেণীর ৫ম সাপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের সমাধান দেখবো, চলো শুরু করি। 

প্রশ্ন:

সভ্যতার বিকাশে কায়িক ও মেধা শ্রম উভয়ই গুরুত্বপূর্ণ 

উত্তর:

মানুষ তার শারিরীক শক্তি দিয়ে কোনাে কাজে যে শ্রম দেয় তাই শারীরিক বা কায়িক শ্রম । সৃষ্টিকর্তা আমাদের শারীরিক কাজকর্ম করার জন্য বিভিন্ন অঙ্গ – প্রতঙ্গ দান করেছেন । এ সব ব্যবহার করে যে শ্রম দেয়া হয় তাই শারিরীক বা কায়িক শ্রম । জীবনে বেঁচে থাকার জন্য শারীরিক বা কায়িক শ্রমের গুরুত্ব অপরিসীম।

কায়িক শ্রমের ভূমিকা : কায়িক শ্রমের মাধ্যমে সভ্যতাকে গড়ে তুলেছেন , কামার , কুমার , তাঁতি , জেলেসহ আরও অনেকে । এরা নিজ নিজ কাজ করেন বলেই আমরা আরামদায়ক জীবন যাপন করতে পারি । কৃষক যদি কষ্ট করে ফসল না ফলাতেন তাহলে সবাই কী খেয়ে বেঁচে থাকত ? যদি দরজিরা পােশাক তৈরি না করতাে , তবে সবাই কী পরিধান করত ? তাই বলা যায় , বর্তমান সভ্যতার মূলে কায়িক শ্রম খুবই গুরুত্বপূর্ণ ।

মেধাশ্রম : – চিন্তা , ভাবনা , জ্ঞান ইত্যাদি ব্যবহার করে যখন কোনাে কাজ করা হয় , তাকে মেধাশ্রম বলে ।

যেমন , এরকম একটি কাজ হলাে ইতিহাস লেখা । ইতিহাস হলাে মানব সমাজে ঘটে যাওয়া ঘটনার সারসংক্ষেপ । রাজনৈতিক , সামাজিক , অর্থনৈতিক , সাংস্কৃতিক বিভিন্ন দিক সারসংক্ষেপ । রাজনৈতিক , সামাজিক , অর্থনৈতিক , সাংস্কৃতিক বিভিন্ন দিক বিবেচনা করে ইতিহাস লেখা হয় । যা সহজ নয় । অনেক মেধা খাটিয়ে তা লিখতে হয় । আবার , টিভিতে যখন সংবাদ দেখি , যে সংবাদকর্মী এই সংবাদটি তৈরি করে , তাকে সারাদিন থাকতে হয় ফিল্ডে । অনেক কষ্ট করতে হয় । তারপর সংবাদ প্রস্তুত করতে হয় , প্রস্তুতি শেষে স্ক্রিনে । স্ক্রিনের সংবাদে সারাদিনের পরিশ্রম কিন্তু মেধাশ্রম । এছাড়াও যেমন , গল্প কবিতা লেখা , ছবি আঁকা , বিদ্যুৎ পাখা আবিস্কার , এসব মেধা শ্রমের মাধ্যমেই । এসব শ্রম ঘাম ঝড়াচ্ছে না ঠিকই ; তবুও করছে ক্লান্ত শ্রান্ত । আমাদের মস্তিষ্ক খেটেই চলেছে অবিরাম । উপরের আলােচনা থেকে বলা যায় , সভ্যতার বিকাশে মেধাশ্রম ও কায়িক শ্রম উভয়েই গুরুত্বপূর্ণ ।

আশাকরি তোমরা বুঝতে পেরেছো। নিয়মিত এরকম সকল শ্রেণীর সকল বিষয়ের সমাধান পেতে Helping Easy Tube এর সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।


এই সাইটের লিংকটি তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করো।


*** ৭ম শ্রেণীর ৫ম সপ্তাহের বাংলা বিষয়ের সমাধান দেখতে এখানে ক্লিক করুন।

Key Words: class 7 kormo o jibonmukhi shikkha assignment solution, kormo o jibonmukhi shikkha assignment solution for class 7 ,kormo o jibonmukhi shikkha assignment solution 5th week 2021,5th week kormo o jibonmukhi shikkha assignment solution,kormo o jibonmukhi shikkha,class 7 assignment solution 5th week 2021,class 7 assignment,5th week assignment for class 7,5th week assignment answer 2021,5th week assignment,5th week assignment answer,৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *