Class 9 Bangla Assignment Answer 12th Week | নবম শ্রেণীর বাংলা দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান

Class 9 Bangla Assignment Answer 12th Week

নবম শ্রেণীর বাংলা দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

ভাবসম্প্রসারণ করো: সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে।

নির্দেশনা: শিক্ষার্থীরা পাঠ্যবই থেকে ‘জীবন-সঙ্গীত’ কবিতা টি ভালোভাবে পড়বে এবং ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বই থেকে ভাবসম্প্রসারণ লেখার নিয়ম পড়ে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে।


নবম শ্রেণীর বাংলা দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ সমাধান

 “সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে”

সাফল্যের সাথে যেকোনাে কাজ সম্পন্ন। করতে হলে, চাই দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজ্ঞা বা সংকল্প ব্যতীত পৃথিবীতে কোন কাজকেই সম্পন্ন করা সম্ভব নয়।

জীবনে সাফল্য লাভের জন্য দরকার বিপদ মােকাবেলা করা আর সংকল্পে দৃঢ় থাকা। বুদ্ধিমানেরা সংকল্প করে বর্তমানের ভাবনা ভাবেন। কেননা অতীত নিয়ে পড়ে থাকার কোন মানে হয় না। বরং তা মানুষের জীবনকে স্থবির ও জড় করে দেয়। তাছাড়া কেবল অতীত নিয়ে ভাবলে অনেক সময় ভবিষ্যতের পাথেযও অনিশ্চিত হয়ে পড়ে। একজন মানুষকে বর্তমানের সর্বোত্তম ব্যবহারই সফল করে তুলতে পারে। তাইতাে বুদ্ধিমানেরা সংকল্প করে বর্তমানের সর্বোচ্চ ব্যবহার করে।

অতীত জীবনের সুখ স্মৃতি মনে করে কারাের কাতর হওয়া উচিত নয়। সুখের প্রতিমা গড়ে অজানা ভবিষ্যতের জন্য অপেক্ষা করাও বােকামি। সময়ের কাজ সময়ে করা উচিত। ভবের সংসারে মানব জীবন অত্যন্ত মূল্যবান। এখানে মিথ্যা সুথের প্রতিমা গড়ে কোন লাভ নেই। অবশ্য মানব জীবনের উদ্দেশ্যও তা নয়। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। কেননা বৈরাগ্য সাধনে মানুষের মুক্তি নেই। মানুষের জীবন কেবল নিছক স্বপ্ন নয়। আর এ পৃথিবীকে কেবল স্বপ্ন ও মায়ার জগত বলা চলে না। অতীত সুখের দিন ও অনাগত  ভবিষ্যতের কথা ভেবে বর্তমানকে বাদ দিলে চলবে না।

বর্তমানেই বর্তমানের কাজ করে যেতে হবে। আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতাে ক্ষণস্থায়ী। সুতরাং মানুষকে এ পৃথিবীতে সাহসী যােদ্ধার মতাে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্যই সংকল্প অনুসারে  কাজ করতে হবে। বিপুলা পৃথিবীর জ্ঞানভান্ডার অসীম, কর্মযজ্ঞও অপরিসীম। কোন ব্যক্তি এই জ্ঞানভান্ডার নিঃশেষ করতে পারেনা অথবা কর্মযজ্ঞও সমাপ্ত করতে পারে না।  ঠিক এই কারণে সকলেরই সমযের মূল্য সম্বন্ধে সচেতন হওয়া উচিত।

যদিও কালের প্রবাহে মানুষের জীবন শৈবালের নীরের মতাে ক্ষণস্থায়ী, তবুও স্বল্পকালিন এ জীবনে স্বপ্নদেখার মাধ্যমে। সংগ্রাম করে টিকে থাকার মধ্যেই রয়েছে মানব জীবনের | সার্থকতা। পরিশেষে বলা যায় যে, আমরা যা করতে চাই, তার করার জন্য দরকার একটি শক্তিশালী সংকল্প। শুধু সংকল্প করলেই চলবে না, সে অনুযায়ী কাজ করে শেষ করতে হবে। তাহলেই যে কোন কাজের সাফল্যের স্বাদ আস্বাদন করা যাবে।

সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *