HSC 2021 Accounting Assignment Answer 2021 1st Week

HSC 2021 Accounting Assignment Answer 2021 1st Week

Dear student,  hope you have started preparing your HSC 2021 Accounting Assignment Answer. We are also preparing HSC Accounting Assignment 2021 Answer. Hopefully we can create a nice assignment solution on Accounting if we combine with each other.

The accounting subject has been included in your 1st assignment. You have to do a total of eight Accounting assignments. You will be assessed and numbered by solving this assignment. Assignment Marks, MCQ Result will be made on the basis of HSC Accounting Result. Also if it is not possible to take the exam, then only the number of this assignment will be the Marks of Accounting Subject in your SSC exam. So your assignment has to be creative and accurate.

‘Your Accounting assignment has been prepared according to the short syllabus. Your SSC exam will be conducted according to this short syllabus. However, it will be in MCQ method. The Assignment Marks will be 50 and the MCQ Marks will be 50.

হিসাবচক্র:

হিসাব চক্র বলতে হিসাববিজ্ঞানের ধারাবাহিক কার্যপ্রক্রিয়া কে বুঝায়। হিসাববিজ্ঞান চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে প্রতিষ্ঠান এর কার্যাবলী অনন্ত কাল ধরে চলতে থাকবে । এই অনিষ্ট জীবনকে হিসাব কাল বলে। প্রত্যেক হিসাবকাল হিসাব সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংঘটিত হয়। হিসাব সংক্রান্ত কার্যাবলী এই পর্যায় ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাব চক্র বলে।

লেনদেন চিহিতকরণ: হিসাবচক্রের সর্ব প্রথম ধাপ হলো লেনদেন চিহ্নিতকরণ। যেসব ঘটনা প্রতিষ্ঠান আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আর্থিক ঘটনা বা লেনদেন বলে। এ কারবার প্রতিষ্ঠান এর অসংখ্য ঘটনা থেকে আর্থিক ঘটনাগুলো সনাক্ত করা হিসাবচক্রের প্রথম ধাপ।

জাবেদা ভূক্তকরণ: হিসাব চক্রের ধাপ হলো জাবেদা ভূক্তকরণ। এ পর্যায়ে প্রতিটি লেনদেনের ডেবিট ও ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে ‘রিখের ক্রমানুসারে ব্যা্যাসহ হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা কে জাবেদা বলে।

খতিয়ানভূক্ত করণ: এটি হিসাবচক্রের তৃতীয় ধাপ। জাবেদা ভুক্ত করার পর একটি নির্দিষ্ট হিসাব বইতে সমজাতীয় লেনদেনগুলোকে শিরোনামে পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করা হলে তাকে খতিয়ানভুক্ত করন বলে।

রেওয়ামিল প্রস্ততকরণ: হিসাববিজ্ঞানের চতুর্থ ধাপ হলো রেওয়ামিল প্রস্ততকরণ। এ পর্যায়ে খতিয়ানভুক্ত হিসাবের ডেবিট ও ক্রেডিট উদ্বত্ত নিয়ে তালিকাভুক্ত করা হলে তাকে রেওয়ামিল বলে। খতিয়ান হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই এর লক্ষ্যে এবং আর্থিক বিবরণী প্রণয়ন সহজতর করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়।

সমন্বয় দাখিলা: রেওয়ামিল প্রস্তুত এরপর একটি নিরিষ্ট হিসাব কালের সঠিক নিট লাভ নির্ণয় করার জন্য বকেয়া ও অগ্রিম আয়-ব্যয় গুলো সমন্বয় করতে যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে।

সমাপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *