HSC 2021 Economics Assignment Answer All Week
HSC 2021 Economics Assignment Answer All Week
১. উপযোগের ধারণা কি ?
সাধারণ অর্থে উপযোগ বলতে কোন দ্রব্যের অভাব পুরণের ক্ষমতাকে বুঝানো হয়। প্রকৃতপক্ষে উপযোগ একটি মনস্তাত্ত্বিক বিষয়। কারণ সব পণ্যের চাহিদা সকলের কাছে এক ধরনের নাও হতে পারে। যেমন-যে ব্যক্তি দুই দিন ধরে না খেয়ে আছে তার কাছে একটুকরো রুটি যাওয়া খুবই মুল্যবান আবার যার কোন ক্ষুধা নেই তার কাছে এর উপযোগ নাও থাকতে পারে।
উপযোগ হচ্ছে পণ্যের মধ্যে অন্তর্নিহিত একটি উপাদান যার জন্য মানুষ এ পণ্য ক্রয় করে থাকে। যে জিনিসের উপযোগ নেই তা কেউ কিনতে চায় না বা বিক্রয় হয় না। সুতরাং, বিভিন্ন ধরনের বস্তগত ও অবস্তগত সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা ও গুণ বিদ্যমান থাকে তাকেই এ সামগ্রীর উপযোগ বলে।
উপযোগ সম্পর্কে অধ্যাপক মেয়ার্স বলেছেন, Utility is the quality or capacity of a good which enables it to satisfy human wants. অর্থাৎ উপযোগ হলো কোনো দ্রব্যের গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পুরণ করতে পারে।
কোন দ্রব্য ভোগের উপর ভিত্তি করে উপযোগের ধারণা সমূহ নিম্নরূপ ব্যাখ্যা করা যায়:
১. প্রাথমিক উপযোগ।
২. প্রান্তিক উপযোগ।
৩. মোট উপযোগ
অতএব বলা যায় বিভিন্ন প্রকার বস্তুগত ও অবস্তুগত পণ্যদ্রব্য বা সেবার মধ্যে মানুষের বিভিন্নমুখী চাহিদা অভাব পুরণের যে ক্ষমতা বিদ্যমান থাকে তাকে উপযোগ বলে।
২. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও?
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ৷ কোন দ্রব্যের বিভিন্ন একক হতে যে বিভিন্ন পরিমাণ উপযোগ পাওয়া যায় তাদের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। পক্ষান্তরে পণ্যদ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগ এর যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়।
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক নিম্নরূপ:
- মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সমষ্টি অর্থাৎ TU = MU
- মোট উপযোগ এর পরিবর্তন (TU) এবং ভোগের পরিবর্তনের (Q)ভাগফল হল প্রান্তিক উপযোগ অর্থাৎ – MU = TU / Q
- মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে।
- মোট উপযোগ যখন সর্বাধিক, প্রান্তিক উপযোগ তখন শূন্য।
- মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখণ ঝণাত্বক।
- নির্দিষ্ট সময় ভোক্তার রুচি, অভ্যাস ও পছন্দের পরিবর্তনে বিধিটি কার্যকর হয় না।
- পণ্যের বিভিন্ন একক ভোগের মাঝখানে সময়ের ব্যবধান খুব বেশি হলে এ বিধি কার্যকর হয় না।
- কৃপণ বক্তির ক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না। কারণ তার অঢেল সম্পদ থাকলেও আরও সম্পদ পাবার আশা হ্রাস পায় না।
- ভোক্তার আয় বৃদ্ধির ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। কারণ আয় বৃদ্ধির ফলে ভোক্তার ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
- আবেগের বশবর্তী হলে অনেক সময় আকাঙ্খা না কমে বরং তীব্রতর হয়।
- অনুকরণের প্রভাবে অনেকেই পণ্য সামগ্রী ক্রয়ে নিযুক্ত হতে পারে।
- মর্যাদা বৃদ্ধির জন্য অনেকে দামী পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। তখন এই বিধি কার্যকর হয় না।
- এমন কিছু পণ্য আছে যেগুলোর দাম বৃদ্ধি পেলে প্রতিটি এককের উপযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পায়।