HSC 2021 Islamic Studies Assignment Answer All Week
HSC 2021 Islamic Studies Assignment Answer All Week
ক) প্রশ্নের উত্তর :
ইসলামি শিক্ষার ধারণা : ইসলাম শিক্ষার আরবি প্রতিশব্দ হলো ইলম এর অর্থ হলো, জ্ঞান, জানা , অবগত হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় কুরআন ও হাদিসভিত্তিক এমন জ্ঞান অন্বেষণ করা, যার মাধ্যমে ইসলামি জীবন ব্যবস্থার ওপর চলা সহজ হয়। ইলম দ্বারা বোঝায় মহান আল্লাহকে জানবার জ্ঞান এবং এ অর্থে দ্বীন বিষয়ক যেকোনো জনকে ইসলাম শিক্ষা বলা হয়। ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যার পঠন-পাঠন, অধ্যায়ন, অনুশীলন করলে আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান – দ্বীন ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং তদানুযায়ী স্বীয় জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করার প্রয়োজনীয়তা অনুভব করা যায়। এ জ্ঞান মানুষের মহা মুল্যবান সম্পদ, যা মহান আল্লাহর শ্রেষ্ঠ অবদান।
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন, দর্শন ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা । মাবন জীবনের সমগ্র দিক ও বিভাগের জন্য এর নিজস্ব মূলনীতি ও.বিধান রয়েছে । শিক্ষা ক্ষেত্রেও ইসলামের দিক নির্দেশনা রয়েছে। ইসলামী শিক্ষা বলতে বুঝায়- “ যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবন-আদর্শা হিসেবে শিক্ষা দেওয়ার বন্দোস্তা থাকে তাই হচ্ছে ইসলামী শিক্ষা।
এ শিক্ষা লাভ করার ফলে শিক্ষার্থীদের মন – মগজ” -চরিত্র এমনভাবে গড়ে ওঠে , যাতে ইসলামের আদর্শে জীবনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার যোগ্যতা অর্জিত হয়। এক কথায়-” ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হল ইসলামী শিক্ষা। শিক্ষাই জীবনের আলো জ্ঞান মানুষের মহামূল্যবান সম্পদ- যা মহান আল্লাহর শ্রেষ্ঠ অবদান।
এ মহামূল্যবান জ্ঞানের কল্যাণেই মানব জাতি ফেরেশতা তথা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন । আর এ কারণেই মানুষ মহান আল্লাহর প্রতিনিধি হওয়ার গৌরব অর্জন করেছে। ইসলামের শিক্ষা ব্যবস্থা এক স্বতন্ত্র বৈশেষ্ট্যের দাবীদার
(খ) প্রশ্নের উত্তর :
ইসলাম শিক্ষার উদ্দেশ্য : ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামকে সঠিকভাবে জানার ও মানার মাধ্যমে আল্লাহর খাঁর্টি গোলাম হিসেবে ব্যক্তি তৈরি করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। নিচে ইসলাম শিক্ষার উদ্দেশ্য আলোচনা করা হলো:
মানবতার বিকাশ সাধন: শিক্ষার প্রথম ও প্রদান উদ্দেশ্য হলো মনুষ্যত্ব ও মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। মানব প্রকৃতির মননশীলতা , সৃজনশীলতা ও কর্মকুশলতা শিক্ষার মাধ্যমেই বিকাশ লাভ করে। কুরআন হাদীসের জ্ঞান আহরণের মাধ্যমেই মনুষ্যত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি, আধ্যাত্মিক জগতের রহস্যবলী , আল্লাহ ও সৃষ্টিজগত সম্পর্কিত জ্ঞান লাভ করা যায়
ফলে ইসলাম শিক্ষা মানুষের শারীরিক, মানসিক, নৈতিক ও আত্মিক বিকাশ সাধন করে মানুষকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে । ইসলাম শিক্ষার মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবন মৌলিক পরিবর্তন সাধন সম্ভব হয় । এর কল্যাণে ব্যক্তি আদর্শ ও চরিত্রবান হয়, সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয় এবংসমাজ -রাষ্ট্র তথা বিশ্বের সম্পদে পরিণত হয়
মানবতার বিকাশ সাধন : শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো মনুষ্যত্ব ও মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। মানব প্রকৃতির লোকায়িত মননশীলতা, সৃজনশীলতা, ও কর্মকুশলতা শিক্ষার মাধ্যমেই বিকাশ লাভ করে । কুরআন-হাদীসের জ্ঞান আহরণের মাধ্যমেই মনুষ্যত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি, আধ্যাত্বিক জগতের রহস্যাবলী,আল্লাহ ও সৃষ্টি-জগত, সম্পর্কিত:জ্ঞান অবগত হওয়া যায়। মানুষের মধ্যে স্নেহ-মমতা, দয়া, সাহস, দৃরদর্শিতা, নেতৃত্ব ইত্যাদি মানবিক-গুণাবলীও জ্ঞানার্জনের মাধ্যমেই উৎকর্ষ লাভ করে ও বিকশিত হয়। এ শিক্ষার,গুণেই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে সৃষ্টিজগতের উপরে ।
কুরআনের বলা হয়েছে : “নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি।”(সূরা বনী ইসরাইল : ৭০)
স্রষ্টা ও সৃষ্টির পরিচয়ের জন্য শিক্ষা: মহান স্রষ্টা আল্লাহর আনুগত্য ও বন্দেগী সম্পর্কে অবগত হওয়াও শিক্ষার উদ্দেশ্য । কেননা, আল্লাহ বলেন- “আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।” (যারিয়াত.: ৫৬)
আল্লাহর আনুগত্য ও বন্দেগী করতে হলে প্রথমে আল্লাহর সঠিক পরিচয়, আনুগত্য ও বন্দেগীর-ধরন এবং আদায় করার নিয়ম নীতি অবগত হওয়া একান্ত অপরিহার্য । আর শিক্ষা ব্যতীত এগুলো অবগত হওয়া’ যায় না। প্রকৃত জ্ঞানীরা আল্লাহর স্বরূপ বুঝে তার ইবাদত করতে পারে।
শান্তিময় সুন্দর জীবনের জন্য : মানুষের জীবনকে সুন্দর ও শান্তিময় করার জন্য ইসলাম শিক্ষার গুরুত্ব অপরিহার্য। ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি ও আন্তর্জাতিক পযায় পযন্ত জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে ইসলাম শিক্ষা।
আল্লাহর দ্বীনকে সজ্জীবিত রাখা: সমাজ জীবনে আল্লাহর দ্বীনকে সজ্জিবিত করে প্রতিষ্ঠিত করা খুবই গুরুত্বপূর্ণ । বিশ্বনবী (স) এর তিরোধানের মাধ্যমে নবুয়াতের পরিসমাপ্তি ঘটেছে। যার ফলে আল্লাহ্র দ্বীনকে প্রতিষ্ঠিত করা মুসলিম উম্মার কর্তব্য।
আত্মকর্মসংস্থান : হালাল উপার্জনে উৎসাহিত করা ও আত্মকর্মসংস্থানে সক্ষম করে গড়ে তোলা ইসলামি শিক্ষার অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তায়ালা যেমন বান্দাকে সালাত, সাওম অন্যান্য ইবাদত পালনের আদেশ দিয়েছেন তেমনি জীবিকা নির্বাহের নির্দেশ করেছেন।
(গ) নং প্রশ্নের উত্তর:
ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা: ইসলামী শিক্ষা জীবনের চলার জন্য অপরিহায। ইসলামী জ্ঞানের মূর্খতা দূরীভূত হয় এবং চিন্তা গবেষণার পথ উন্মুক্ত হয়। নিন্মে ইসলামী শিক্ষার প্রয়োজনীয় কতিপয় গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:
জ্ঞান চর্চাই উন্নতির চাবিকাঠি: জ্ঞান বা বিদ্যা ছাড়া মানুষ উন্নতি হতে পারে না। যে ব্যক্তি যত বড় জ্ঞানী সে ব্যক্তি তত বড় উন্নত। টিক তেমনি যে জাতি জ্ঞানের দিক থেকে উন্নত, সে জাতি তত বেশি উন্নত। জ্ঞান চর্চাই উন্নতির চাবিকাঠি। তাই জ্ঞান অন্বেষণের প্রয়োজন রয়েছে।
সত্য মিথ্যার প্রভেদের জন্য শিক্ষা : সত্য মিথ্যার দ্বন্দই পৃথিবীর ইতিহাস । ইসলাম সত্য এফর মিথ্যা। এ সত্য-মিথ্যা, ভালোমন্দ, ন্যায়-অন্যায়, সৎ-অসৎ কাজের পার্থক্য নির্ণয় করার জন্য ইসলামী জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিহায। ইসলামী জ্ঞান ছাড়া তা সম্ভব নয়।
হালাল উপার্চনের জন্য শিক্ষা: হালাল উপার্জন করা ফরয। আর হালাল উপার্জনের জন্য এবং আত্ম-কন্মসংস্থানের উপযুক্ত করে গড়ে তোলা জরুরী প্রয়োজন। কোনটি হালাল আর কোনটি হারাম তা জানার জন্য ইসলামী শিক্ষা অপরিহায।