HSC 2021 Production Management and Marketing Assignment Answer All Week
HSC 2021 Production Management and Marketing Assignment Answer 1st Week
ক) উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে হবে ।
উৎপাদনের ধারণা: সাধারণ অর্থে উৎপাদন বলতে কোন কিছু সৃষ্টি করাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে শুধু সৃষ্টি করাকে বুঝায় না। অর্থনীতিতে উৎপাদন বলতে নির্দিষ্ট সময় কোন দ্রব্যের আকার ও আকৃতির পরিবর্তন করে কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বুঝায়। প্রকৃতপক্ষে মানুষ কোন কিছু সৃষ্টি করতে পারে না। মানুষের আশেপাশে যা কিছু রয়েছে সবই প্রকৃতির দান। মানুষ কেবল মাত্র প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত, গুণগত, পরিমাণগতও অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতের জন্য মজুদ রেখে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে পারে।
এভাবে কোন দ্রব্যের আকার ও আকৃতি পরিবর্তন করা কে অর্থনীতিতে উৎপাদন বলে। যেমন – বন থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র প্রস্তুত করে মানুষ কোন নতুন দ্রব্য বা পদার্থ সৃষ্টি করতে পারে না। শুধুমাত্র কাঠের আকার ও আকৃতি পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে মাত্র। অর্থাৎ আববাবপত্র তৈরীর মাধ্যমে কাঠের উপযোগ সৃষ্টি করা হলো। অর্থনীতিতে উৎপাদন বলতে কোন দ্রব্য সৃষ্টি করাকে বোঝায় না বরং দ্রব্য এর আকার ও আকৃতি পরিবর্তন করে অধিক উপযোগ সৃষ্টি করাকে বুঝায়। বিভিন্ন অর্থনীতিবীদ উৎপাদনের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন।
অধ্যাপক মার্শালের মতে, মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস’ করে যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা যায়।
অধ্যাপক ডানিয়েলি বি. সুইটস এর মতে, উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যা দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তকে ভোগের উপযোগী করে তুলতে পারে। সুতরাং সংক্ষেপে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদের সাথে নিজের শ্রম ও মুলধন নিয়োগ করে অধিকতর উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে।
খ) উৎপাদনের গুরুত্ব ও এর আওতা ব্যাখ্যা করতে হবে
উৎপাদনের গুরুত্ব:
উন্নতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে উৎপাদন। বর্তমান সময়ে উৎপাদন কে বাদ দিয়ে এ সমাজসভ্যতা ও উন্নয়ন চিন্তাই করা যায় না। প্রকৃতি প্রদত্ত সব উপকরণ মানুষ সরাসরি ব্যবহার বা ভোগ করতে পারে না।
তাই দ্রব্য সামগ্রী ব্যবহার উপযোগী করে তোলার জন্য উৎপাদনের মাধ্যমে তার রূপ পরিবর্তন করতে পারে। মানুষের দৈনন্দিন অভাব, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়নে উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ
নিম্নে উৎপাদনের গুরুত্ব আলোচনা করা হলো:
চাহিদা পুরণ: মানুষের চাহিদার শেষ নেই। একটি চাহিদা পুরণ হলে অন্য চাহিদা দেখা দেয়। এছাড়া সময়ের সাথে সাথে নতুন নতুন চাহিদা উদ্ভব হয়। তাই বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের মাধ্যমে মানুষের বৈচিত্র্যময় চাহিদা পুরণ করা হয়।
লক্ষ্য অর্জন: ব্যবসায় প্রতিষ্ঠান মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। উৎপাদন যত বাড়বে, ব্যবসায়ের মুনাফা তত বাড়বে। তাই প্রতিষ্ঠান বিক্রয় বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য সব সময় তৎপর থাকেন।
উপযোগ সৃষ্টি: উৎপাদনের মাধ্যমে বিভিন্ন ধরনের উপযোগ যেমনঃ রুপগত স্থানগত সময়গত প্রভৃতি। এছাড়াও উৎপাদন পণ্যের নতুন উপযেগা সৃষ্টি করে।
প্রাকৃতিক সম্পদের সদ্যবহার: প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে হলে উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপাদান ব্যতীত প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার সম্ভব নয়। উৎপাদনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ মানব কল্যাণে ব্যবহার করা যায়।
কর্মসংস্থান সৃষ্টি: উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে কর্মসংস্থান এর পরিমাণ বৃদ্ধি পায়। অতএব কর্মসংস্থান বৃদ্ধির জন্য উৎপাদন বৃদ্ধি গুরুত্বপূর্ণ, তাছাড়া উৎপাদন বৃদ্ধির সাথে কর্মসংস্থান জড়িত।
মানব কল্যাণ: মানব সভ্যতার ক্রমবিকাশের পাশাপাশি নতুন নতুন পণ্য ব্যবহার ও ভোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মানব জাতির কল্যাণে বিভিন্ন দ্রব্য সামস্ত্রী উৎপাদন হয়ে থাকে, আর এইসব দ্রব্য সামগ্রী ব্যবহারকারীর সংখ্যাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
অর্থনৈতিক উন্নয়ন: যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দ্রব্য সামস্ত্রী ও সেবার উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব দ্রব্যসামগ্রীর উৎপাদন ব্যতীত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
রপ্তানি বৃদ্ধি: কৃষি, শিল্প প্রভৃতি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানি বাড়বে। উৎপাদন বাড়লে স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বত্ব পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হয়।
ভোক্তার সন্তুষ্টি: ব্যবসায় টিকে থাকার বড় হাতিয়ার হচেছ তাদের ভোক্তাদের সন্তুষ্ট করা। কম খরচে ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব হলে, ভোক্তাদের সন্তুষ্ট করা সহজ হয়।
বৈদেশিক যুদ্রা অর্জন: উৎপাদন বৃদ্ধি করে পণ্য সামগ্রী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। অভ্যন্তরীণ চাহিদা পুরণের পর অতিরিক্ত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়।
পরিশেষে বলা যায় উৎপাদনের গুরুত্ব অপরিসীম। কারণ প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হলে উৎপাদনের বিকল্প নেই। উৎপাদনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যায়।
(গ) উৎপাদনশীলতা ও তার গুরুত্ব ব্যাখ্যা করো