HSC Result 2022 Published Date | কিভাবে এইচএসসি পরিক্ষার ফলাফল দেখবেন | www.educationboardresults.gov.bd |
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার এইচএসসি পরিক্ষা দিয়েছো এবং রিজাল্টের জন্য অপেক্ষা করতেছো + কিভাবে রিজাল্ট দেখতে হয় জানো না, তাদের জন্য আমার আজকের এই ব্লগটি।
গত বছর ২০১৮ সালের এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ১৯ জুন, এবছর এখনো তারিখ ফিক্সড করা হয় নি। তারিখ ফিক্সড করা হলে, জানানো হবে।
এবারের পরিক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যা
- ৮ টি সাধারণ বোর্ড – ১১,৩৮,৭৪৭
- মাদ্রাসা বোর্ড – ৮৮,৪৫১
- টেকনিকেল বোর্ড – ১২৪২৬৪
- মোট ছাত্র – ৬৬৪৪৯৬
- মোট ছাত্রী – ৬৮৭০০৯
- মোট সেন্টার – ২৫৪১
আগের বছরগুলোতে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশের তারিখ.
২০১১ সালে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ২৭ জুলাই
২০১২ সালে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ১৮ জুলাই
২০১৩ সালে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ৩ আগষ্ট
২০১৪ সালে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ১৩ আগষ্ট
২০১৫ সালে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ৯ আগষ্ট
২০১৬ সালে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ১৮ আগষ্ট
২০১৭ সালে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ২৩ জুলাই
২০১৮ সালে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে ১৯ জুলাই
কিভাবে পরিক্ষার ফল দেখবেন-
সাধারণত ২টি উপায়ে পরিক্ষার ফল দেখা যায়।
১. ওয়েবসাইটের মাধ্যমে।
২. মোবাইলে এসএমএস এর মাধ্যমে।
ওয়েবসাইটের মাধ্যমে রিজাল্ট দেখতে হলে নিচের দেওয়া ২টি লিংকের মাধ্যমে দেখতে পারবা।
এটা অফিসিয়েলি সাইট, এখানে রোল রেজিস্টেশন নাম্বার উভয়টি লাগে।
![]() |
এখানে একটা সুবিধা হচ্ছে রেজিস্টেশন নাম্বার না দিয়ে রিজাল্ট দেখা যায়।
এসএমএস এর মাধ্যমে পরিক্ষার ফল দেখতে হলে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। পরে টাইপ করতে হবে
HSC Result 2021 Dhaka Board
Dhaka Board Website
SMS – HSC<space>DHA <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
HSC Result 2021 Sylhet Board
SMS – HSC<space>SYL <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
HSC Result 2021 Jessore Board
SMS – HSC<space>JES <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
HSC Result 2021 Chittagong Board
SMS – HSC<space>CHI <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
HSC Result 2021 Dinajpur Board
SMS – HSC<space>DIN <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
HSC Result 2021 Comilla Board
SMS – HSC<space>COM <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
HSC Result 2021 Rajshahi Board
SMS – HSC<space>RAJ <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
HSC Result 2021 Barisal Board
SMS – HSC<space>BAR <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
HSC Result 2021 Madrasah Board
SMS – HSC<space>MAD <space>Your HSC Roll<space> 2021 Now send the Message to 16222
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কোড
- DHA – Dhaka Board
- BAR – Barisal Board
- SYL – Sylhet Board
- COM – Comilla Board
- CHI – Chittagong Board
- RAJ – Rajshahi Board
- JES – Jessore Board
- DIN – Dinajpur Board
- MAD – Madrasah Board
- TEC- Technical Board
আশাকরি সব কিছু বুঝতে পেরেছো । তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারো।