SSC 2021 Accounting Assignment Answer All Week

Dear student,  hope you have started preparing your SSC 2021 Accounting Assignment Answer. We are also preparing SSC Accounting Assignment 2021 Answer. Hopefully, we can create a nice assignment solution on Accounting if we combine it with each other.



The accounting subject has been included in your 1st assignment. You have to do a total of eight Accounting assignments. You will be assessed and numbered by solving this assignment. Assignment Marks, MCQ Results will be made on the basis of SSC Accounting Result. Also if it is not possible to take the exam, then only the number of this assignment will be the Marks of Accounting Subject in your SSC exam. So your assignment has to be creative and accurate.

‘Your Accounting assignment has been prepared according to the short syllabus. Your SSC exam will be conducted according to this short syllabus. However, it will be in MCQ method. The Assignment Marks will be 50 and the MCQ Marks will be 50.

SSC 2021 Accounting Assignment 2nd Week (1st)

SSC 2021 Accounting Assignment Answer 2nd Week (1st)


এসএসসি ২০২১ হিসাববিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর “ব্যবসায়িক লেনদেনের পরিচিতি” নিম্নে দেয়া হলো।

১ (ক) লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য

ক) আর্থিক অবস্থার পরিবর্তন: কোন ঘটনা দ্বারা যদি কোন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তখন সেটিই লেনদেন হবে। যেমন- কারবারের জন্য নগদ ১০,০০০ টাকা দিয়ে কম্পিউটার ক্রয় করা হল। এখানে প্রতিষ্ঠানের অফিস সরজ্ঞাম (কম্পিউটার বৃদ্ধির পাশাপাশি নগদ ১০,০০০টাকা হ্রাস পাচ্ছে। সুতরাং এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন এসেছে, সেহেতু এটি লেনদেন।

অপরদিকে, আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটি লেনদেন হবে না। যেমন- মালিকের ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি হয়েছে। এখানে ব্যক্তিগত অর্থ চুরির ফলে প্রতিষ্ঠানের কোন ক্ষতি হয়নি ক্ষতিটি মালিকের নিজস্ব। সুতরাং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। 

খ) অর্থের অঙ্ক পরিমাপযোগ্য: লেনদেন হতে হলে ঘটনাকে অবশ্যই অর্থের হতে হবে, নতুবা ঘটনাকে লেনদেন বলা যাবে না যেমন কারবারের একজন কর্মচারীর মৃত্যু একটি ক্ষতি, যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি কোন লেনদেন নয়। কিন্তু বৃষ্টিতে পন্য বিনষ্ট হওয়া ১০,০০০ টাকা ক্ষতি হলো- সুতরাং এটি একটি লেনদেন।

গ) দ্বৈত সত্তা: প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। একপক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্যপক্ষ সুবিধা প্রদান করবে, যেমন- দোকান ভাড়া প্রদান করা হলো ৬০০০ টাকা, এখানে একটি পক্ষ ভাড়া খরচ হিসাব এবং অপর পক্ষ নগদান হিসাব।

ঘ) স্বয়্ংসম্পূর্ণ ও স্বতন্ত্র: প্রতিটি লেনদেন স্বয়্ংসম্পূর্ণ অর্থ্যাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা হবে। যেমন- ৫০০০ টাকার পণ্য বিক্রয় করে ৫ দিন পর টাকা পাওয়া গেল। এখানে ধারে বিক্রয় একটি লেনদেন এবং ৫দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন।

ঙ) দৃশ্যমানতা: দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা উভয় ধরণের লেনদেন হতে পারে। যেমন-কলকব্জা ক্রয় করা হলো ২০,০০০ টাকা, এটা একটি দৃশ্যমান লেনদেন। অন্যদিকে মেশিনের অবচয় ৫০০ টাকা এটি একটি অদৃশ্যমান লেনদেন।

চ) ঐতিহাসিক লেনদেন: ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে অবশ্যই লেনদেন বলে গন্য হবে। যেমন- অনাদায়ী পাওনা সঞ্চতি, বাটা সঞ্চিতি ইত্যাদি।

ছ) হিসাব সমীকরণে প্রভাব বিস্তার: প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে। হিসাব সমীকরণ হলো:  সম্পদ = দায় + মালিকানা স্বত্ব।





Assignment Answer More Subject


২য় সপ্তাহের এসাইনমেন্ট 


১. জাবেদা (Journal)

যে হিসাবের বইতে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনসমূহ সংঘটিত হওয়ার সাথে সাথে দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ লিপিবদ্ধ হয়।

ইংরেজী :(Journal) শব্দটি ফরাসী “Jour” শব্দ থেকে এসেছে। “Jour শব্দটির অর্থ দিবস দৈনন্দিন লেনদেনগুলো প্রতিদিন এই বইতে লেখা হয় বলে এর নাম হয়েছে Journal বা জাবেদা। প্রতিদিন ব্যবসায় প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই সমন্ত লেনদেন দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে তারিখ ক্রমানুসারে ধারাবাহিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। প্রতিটি লেনদেন-কিভাবে সংঘটিত হয়েছে তার প্রাসঙ্গিক ব্যাখ্যা ও জাবেদায় লেখা হয়

জাবেদার প্রধান উদ্দেশ্য হল লেনদেনসমূহের হিসাব তারিখ অনুযায়ী প্রাথমিকভাবে লিখে রাখা এবং পরে এই বই হতে, লেনদেনসমূহের হিসাব স্থায়ী ও পাকাপাকিভাবে খতিয়ানে স্থানান্তর করা। জাবেদা বিভিন্ন নামে পরিচিত। যথা: হিসাবের প্রাথমিক বই (Primary Book) মৌলিক হিসাব বই (Book of Original Entry) সাহায্যকারী হিসাব বই (Sabsidiary Book) দৈনিক হিসাব বই (Day Book) ধারাবাহিক হিসাব বই (Chronological Book) ইত্যাদি।


জাবেদার গুরুত্ব বা প্রয়োজনীয়তা (Importance/Necessity of Journal):

সংঘটিত লেনদেনসমূহ খতিয়ানে রেকর্ড করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে । কাজেই নির্ভুল হিসাব প্রস্ততের জন্য জাবেদা বহির প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাবেদার প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো:

১। তথ্য কেন্দ্র: সংঘটিত লেনদেনসমূহ ধারাবাহিকভাবে তারিখের ক্রমানুসারে জাবেদার বহিতে লিপিবদ্ধ হয় বলে যে কোন তথ্য এই বহিতে অতি সহজেই পাওয়া যায়।

২। লেনদেনের সংখ্যা: প্রতিদিন কতগুলো লেনদেন সংঘটিত হয়েছে তা এই বহি থেকে সহজেই হিসাব পাওয়া যায়।

৩ । দু’তরফা দাখিলার প্রয়োগ: সংঘটিত লেনদেনগুলো দু’তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে এই বহিতে লিপিবদ্ধ করা হয়। ফলে হিসাব বিজ্ঞানের রীতিনীতি যথাযথ ভাবে অনুসরণ করা হয়।


২. বিশেষ জাবেদা: 

যে জাবেদার বহিতে নির্দিষ্ট সংখ্যক কিছু সংঘটিত লেনদেন লিপিবদ্ধ করা হয়, তাকে বিশেষ জাবেদা বলে।


নিচে বিশেষ জাবেদাগুলো আলোচনা করা হলো:

১। ক্রয় জাবেদা: শুধুমাত্র ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো ক্রয় জাবেদা বহিতে অন্তর্ভূক্ত হবে।

২। বিক্রয় জাবেদা: শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো বিক্রয় জাবেদা বহিতে অন্তর্ভূক্ত হবে।

৩। ক্রয় ফেরত জাবেদা:   ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত বহিতে লিপিবদ্ধ করতে হবে।

৪ । বিক্রয় ফেরত জাবেদা: ধারে বিক্রীত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত বহিতে লিপিবদ্ধ করতে হবে।

৫ । নগদান বহি: প্রতিষ্টানের সকল প্রকার নগদ লেনদেনগুলো নগদান বহিতে লিপিবদ্ধ করতে হবে আবার নগদান বহিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। তবে বৃটিশ পদ্ধতি এবং আমেরিকান পদ্ধতি উভয় পদ্ধতি পৃথকভাবে আলোচনা করা হয়।


বৃটিশ পদ্ধতি নগদান বহি নিম্নরুপ:

ক) এক ঘরা নগদান বহি: এই নগদান বহির ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম থাকে । এক ঘরা নগদান বহি নগদান খতিয়ানের অনুরূপ । সাধারণত: ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠান এক ঘরা নগদান বহি ব্যবহার করে থাকে।

খ) দু’ঘরা নগদান বহি: যে নগদান বহির উভয় পার্শ্বে নগদান ও ব্যাংক কলাম থাকে তাকে দু’ঘরা নগদান বহি বলে।

গ) তিন ঘরা নগদান বহি: যে নগদান বহির উভয় পার্শ্বে নগদান, ব্যাংক ও বাট্রার কলাম থাকে তাকে তিন ঘরা নগদান বহি বলে।

ঘ) খুচরা নগদান বহি: ছোট খাটো খরচের জন্য খুচরা নগদান বহির প্রয়োজন দেখা যায়। সাধারণত: বড় বড় প্রতিষ্ঠানসমূহ খুচরা নগদান বহি ব্যবহার করে থাকে।


আমেরিকান পদ্ধতি

ক) নগদান প্রাপ্তি জাবেদা: সকল প্রকার নগদ প্রাপ্তি সমূহ এই জাবেদায় লিপিবদ্ধ করা হয়।

খ) নগদান প্রদান জাবেদা: সকল প্রকান নগদ প্রদান সংশবান্ত লেনদেনগুলো এই বহিতে লিপিবদ্ধ করা হয়ে থাকে ।


৩) প্রকৃত জাবেদা: 

যে সকল লেনদেনসমূহ বিশেস জাবেদায় লিপিবদ্ধ হয় না সেগুলো প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয়ে থাকে নিন প্রকৃত জাবেদার শ্রেনীবিভাগ সম্পর্কে আলোচনা করা হলো:

১. প্রারম্ভিক জাবেদা: বিগত বছরে হিসাবের জের সমূহ চলতি বছরে আনার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে প্রারস্তিক জাবেদা বলে।

২। সমাপনী দাখিলা: হিসাব কাল শেষে নামিক হিসাব সমূহ (আয় ও ব্যয় সংক্রান্ত) বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে।

৩। সমন্বয় জাবেদা: অসমম্নিত লেনদেনগুলো একটি নির্দিষ্ট “হিসাব কাল” শেষে সমন্বয়ের জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমন্বয় জাবেদা বলে।

৪। ভূল সংশোধনী জাবেদা: লেনদেনগুলো লিপিবদ্ধকরণের সময় যে সমন্ত ভূল ত্রুটি হয়ে থাকে তা সংশোধনেরভেন্য যে দাখিলা দেওয়া হয় তাকে ভূল সংশোধন জাবেদা বলে।

৫। স্থানান্তর জাবেদা: একটি হিসাবের জের যখন অন্য কোন হিসাবে স্থানান্তরের প্রয়োজন পড়ে তখন উহার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে স্থানান্তর জাবেদা বলে।

৬। বিপরীত দাখিলা: অগ্রীম আয়-ব্যয়ের হিসাবগুলো পরবর্তী বছরে স্থানান্তর করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে বিপরীত দাখিলা বলে।


৪. সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেনসমূহকে জাবেদাভুক্ত করা হলো।


Next Assignment Comming Soon ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *