SSC 2021 Civics Assignment Answer All Week | Assignment Answer SSC 2021 Final Exam
SSC 2021 Civics Assignment Answer All Week, First 1 week then 2nd, 3rd, 4th, etc. You can check below.
Dear student, hope you have started preparing your SSC 2021 Civics powronity Assignment Answer. We are also preparing SSC Civics powronity Assignment 2021 Answer. Hopefully, we can create a nice assignment solution on Civics powronity if we combine it with each other.
Civics powronity subject has been included in your 1st assignment. You have to do a total of eight Civics powronity assignments. You will be assessed and numbered by solving this assignment. Assignment Marks, MCQ Results will be made on the basis of SSC Civics powronity Result. Also if it is not possible to take the exam, then only the number of this assignment will be the Marks of Civics powronity Subject in your SSC exam. So your assignment has to be creative and accurate
‘Your Civics powronity assignment has been prepared according to the short syllabus. Your SSC exam will be conducted according to this short syllabus. However, it will be in MCQ method. The Assignment Marks will be 50 and the MCQ Marks will be 50.
SSC 2021 Civics Assignment 1st Week
এসাইনমেন্ট:
বাংলাদেশে বিদ্যমান পরিবার ব্যবস্থার ও একটি আদর্শ পরিবারের কার্যাবলী বিশ্লেষণ।
মানবিক বিভাগের সকল বিষয়ের সব এসাইনমেন্ট এর সমাধান দেখতে ক্লিক করুন
পৌরনীতি ১ম সপ্তাহের এসাইনমেন্টের উত্তর:
SSC 2021 Civics Assignment Answer 1st Week
১. পরিবার কি?
সমাজ স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা, তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে উঠে তাকে পরিবার বলে। ম্যাকাইভারের মতে, সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। আমাদের দেশে সাধারণত মা, বাবা, ভাই-বোন, চাচা-চাচি, দাদা-দাদির সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। তবে শুধু একজন মহিলা বা একজন পুরুষকে পরিবার বলা হয়। মূলত পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামািজিক প্রতিষ্ঠান।
পরিবারের ধরণ
আমরা সবাই পরিবারে বাস করি। কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো একরকম নয়। কতগুলা নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ করা যায়। যেমন-
(ক) বংশ গণনা ও নেতৃত্ব
(খ) পারিবারিক কাঠামো ও
(গ) বৈবাহিক সূত্র
ক.বংশ গণনা ও নেতৃত্ব: এ নীতির ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা. পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার।
পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পিতার বংশপরিচয়ে পরিচিত হয় এবং পিতা পরিবারে নেতৃত্ব দেন। আমাদের দেশের অধিকাংশ পরিবার এ ধরনের। অন্যদিকে, মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশপরিচয়ে সন্তানরা পরিচিত হয় এবং মা পরিবারে নেতৃত্ব দেন। আমাদের দেশে গারোদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়।
খ. পারিবারিক কাঠামো: পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক ও যৌথ পরিবার।
একক পরিবার মা-বাবা ও ভাই-বোন নিয়ে গঠিত হয়। এ ধরনের পরিবার ছোট হয়ে থাকে। যৌথ পরিবারে মা-বাবা, ভাই বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে।
যৌথ পরিবার বড় পরিবার বাংলাদেশে উভয় ধরনের পরিবার রয়েছে। তবে বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে। মুলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি।
গ. বৈবাহিক সূত্র: বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ্য করা যায়। যথা- একপত্নীক, বহুপত্নীক ও বহুপতি পরিবার।
একপত্নীক পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে। আর বহুপত্নীক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আমাদের সমাজের অধিকাংশ পরিবার একপত্নীক, তবে বহুপত্নীক পরিবার ও কদাচিৎ দেখাযায়। বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে। বাংলাদেশে এ ধরনের পরিবার দেখা যায় না।
মানবিক বিভাগের সকল বিষয়ের সব এসাইনমেন্ট এর সমাধান দেখতে ক্লিক করুন
২. যৌথ পরিবার কমে ঘাওয়া এবং একক পরিবার বৃদ্ধি পাওয়ার কারণ:
১) সীমিত অর্থনৈতিক যোগানদাতা: একটি যৌথ পরিবার অনেকগুলো মানুষের সময় নিয়ে থাকে.যার লোক সংখ্যা ২৫ থেকে ৩০ জন অথবা তার উর্ধ্বে থাকলেও অনেক যৌথ পরিবারে অর্থনৈতিক যোগানদাতা মাত্র ২ থেকে ৪ জন থাকেন আবার তাদের আয়ের পরিমাণও সমান।
এ অবস্থায় যৌথ পরিবারে থেকে পরিবার চালনা অত্যান্ত কষ্টসাধ্য হয় এমনকি তারা নিজের এবং নিজের স্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই যৌথ পরিবার ভেঙ্গে মা.বাবা দাদা,দাদী অন্যান্য সদস্যদের ছেড়ে একক পরিবার গঠনের চিন্তা করেন।
২) ব্যক্তি স্বার্থপরতা: যৌথ পরিবারের অর্থনৈতিক যোগানদাতা ব্যক্তিগণ অনেক সময় সবার সাথে স্ত্রী অথবা সন্তানের নামে আলাদা সম্পত্তি গড়ে তুলেন। পরবর্তীতে তা পরিবারের অন্যান্য সদস্যগণের মধ্যে জানাজানি হলে ঝগড়া হয় আর যৌথ পরিবার ভেঙ্গে যাওয়ার প্রবণতা দেখা দেয়।
৩) কর্মজীবীদের সংখ্যা বৃদ্ধি: পরিবারের কর্মজীবী সদস্যদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কর্মজীবী হয়। ফলশ্রুতিতে এক সময় তাদের মধ্যে যৌথ পরিবারে থাকার আগ্রহ কমে যায় বা তাদের সন্তানাদি মা বাবার সাথে একক পরিবারে থাকতে অভ্যন্ত থাকায় তারা আর যৌথ পরিবারে ফিরে আসতে চায় না। এমনকি তাদের মধ্যে একটি স্বাধীনচেতা মনোভাব সৃষ্টি হয় তখন তারা তাদের পরিবারের কর্তাব্যক্তির বিভিন্ন সিদ্ধান্ত মানতেও নারাজ। ফলে যৌথ পরিবার ভেঙ্গে যেতে থাকে।
৪) ব্যক্তিগত আধিপত্য বিস্তার: বর্তমান সমাজে যৌথ পরিবার ভেঙ্গে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো ব্যক্তিগত আধিপত্য বিস্তার। পরিবারের প্রত্যেক ব্যক্তি চান পরিবারের সকল সদস্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। এতে পরিবারের অন্যদের মধ্যে পরিবার ভেঙ্গে একক পরিবার গঠনের প্রবণতা দেখা যায়।
৩. পরিবারের কার্যাবলি:
পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে। পরিবার সাধারণত যেসব কার্য সম্পাদন করে, সেগুলো নিম্নরূপ-
১. জৈবিক কাজ: আমাদের মা-বাবা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা। জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা লালিত-পালিত হচিছ। অতএব, সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম কাজ। পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়।
২. শিক্ষামূলক কাজ: আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারে বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া মা-বাবা, ভাইবোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়।
৩. অর্থনৈতিক কাজ: পরিবারের সদস্যদের খাদ্য, বন, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। প্রভৃতি চাহিদা পুরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা। বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে । পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশু পালন ইত্যাদি।অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। কোন কোন ক্ষেত্রে হ্রাস পেয়েছে। তবে আজও পরিবার আমাদের সকল প্রকার, অর্থনৈতিক চাহিদা পুরণ করছে।
৪. রাজনৈতিক কাজ: পরিবারে সাধারণত মা-বাবা কিংবা বড় ভাই.বোন অভিভাবকের ভূমিকা পালন করে। আমরা ছোটরা তাদের আদেশনির্দেশ মেনে চলি। তারাও আমাদের অধিকার রক্ষায় কাজ করেন। বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেন যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এ শিক্ষা পরবর্তীকালে রাষ্টিয় জীবনে কাজে লাগে। এছাড়া বড়দের রাজনৈতিক আলোচনা শুনে ও সে সে আলোচনায় অংশগ্রহণ করে আমরা দেশের রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে উঠি।
৫. মনস্তান্তিক কাজ: পরিবার মায়া-মমতা, নেহ-ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পুরণ করে। নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। যেমন- কোন বিষয়ে মন খারাপ হলে মা-বাবা, ভাই-বোনদের সাথে আলাপ- আলোচনা করে তার সমাধান করা যায়। এ ধরনের আলোচনা মানসিক শ্রান্তি-্লান্তি মুছে দিতে সাহায্য করে। তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণগুলো অর্জন করে যা তাদের মানসিক দিককে সমৃদ্ধ করে।
৬. বিনোদনমূলক কাজ: পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে ঘাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের উল্লেখিত কাজগুলো কিছুটা হ্রাস পেলেও সদস্যদের সর্বাধিক কল্যাণ সাধনে পরিবারের এসব কাজের গুরুত্ব অপরিসীম।
আদর্শ পরিবারের কার্যাবলী
১ শিক্ষাক্ষেত্রে: পরিবার হলো শিশুর প্রথম পাঠশালা। একটি আদর্শ পরিবার উক্ত পরিবারের প্রত্যেকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বিদ্যালয়প যাওয়ার পূর্ব থেকেই পাঠদান। করা শুরু করে। শিশুদেরকে নীতি নৈতিকতার শিক্ষা প্রদান করে।
২) অর্থনৈতিক ক্ষেত্রে: পরিবারের সকল সদস্যের ভরণপোষনের সমস্ত দায়িত্ব গ্রহণ করে থাকে।
৩) মনস্তাত্ত্বিক কাজে: পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে।
৪) বিনোদনমূলক কাজে: একটি আদর্শ পরিবারের সদস্যরা একে অপরের সাথে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান- বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের বিনোদন মুলক কাজে অংশগ্রহণ করে থাকে।
মানবিক বিভাগের সকল বিষয়ের সব এসাইনমেন্ট এর সমাধান দেখতে ক্লিক করুন
Assignment Answer More Subject
Science Group Assignment All Week
Business Group Assignment All Week
Humanities Group Assignment All Week
২য় সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ হলে এখানে দেওয়া হবে। ধন্যবাদ—-