SSC Result 2021 Publish Date | কিভাবে দেখবো এসএসসি পরিক্ষার ফলাফল | Educationboardresulrs



সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার এসএসসি পরিক্ষা দিয়েছো এবং রিজাল্টের জন্য অপেক্ষা করতেছো + কিভাবে রিজাল্ট দেখতে হয় জানো না, তাদের জন্য আমার আজকের এই ব্লগটি।

 

 

 

এসএসসি রিজাল্ট ২০২১ –  বাংলাদেশের সর্বমোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে গত ১৪ নভেম্বর ২০২১ তারিখে শুরু হয়েছিল ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। 
শিক্ষা মন্ত্রণালয় এর হিসাব মতে, ২০১৮ সালের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ১,০৩,৪৩৪ জন। এবছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১৭,১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ৩,১০,১৭২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় ১,২৫,৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট ৩,৪৯৭ টি কেন্দ্রে ও ২৮,৬৮২ টি প্রতিষ্ঠানে এক যোগে এস এস সি পরীক্ষা ২০১৯ ও সমমান দাখিল পরীক্ষা ২০১৯ এবং ভোকেশনাল পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া বিদেশে ৮ টি কেন্দ্রে ৪৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
অন্যদিকে, মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৫,৭০১ জন এবং ছাত্রী ৫৪,৯২৮ জন। জিপিএ-৫ পাওয়ায় ছাত্ররা ছাত্রীদের থেকে এগিয়ে ছিল।
এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশের তারিখ অফিসিয়ালি এখনো ঘোষনা করা হয় নি, ঘোষনা করা হলে এখানে দেওয়া হবে।
এবারের পরিক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যা
  • ৮ টি সাধারণ বোর্ড – ১৭০০১০২
  • মাদ্রাসা বোর্ড – ৩১০১৭২
  • টেকনিকেল বোর্ড – ১২৫০৫৯
  • মোট ছাত্র –  ১০৭০৪৪১
  • মোট ছাত্রী – ১০৬৪৮৯২
  • মোট সেন্টার – ৩৪৯৭

 

কিভাবে পরিক্ষার ফল দেখবে-
 
সাধারণত ২টি উপায়ে পরিক্ষার ফল দেখা যায়।
১. মোবাইলে এসএমএস এর মাধ্যমে।
২. ওয়েবসাইটের মাধ্যমে।
এসএমএস এর মাধ্যমে পরিক্ষার ফল দেখতে হলে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। পরে টাইপ করতে হবে 
ssc <space> Board Name (First 3 Letter) <space> Roll number <space> Year লিখে পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কোড

  1. DHA – Dhaka Board
  2. BAR – Barisal Board
  3. SYL – Sylhet Board
  4. COM – Comilla Board
  5. CHI – Chittagong Board
  6. RAJ – Rajshahi Board
  7. JES – Jessore   Board
  8. DIN – Dinajpur Board
  9. MAD – Madrasah Board
  10. TEC- Technical Board
ওয়েবসাইটের মাধ্যমে রিজাল্ট দেখতে হলে নিচের দেওয়া ২টি লিংকের মাধ্যমে দেখতে পারবা।
এটা অফিসিয়েলি সাইট, এখানে রোল রেজিস্টেশন নাম্বার উভয়টি লাগে।
111111
এখানে একটা সুবিধা হচ্ছে রেজিস্টেশন নাম্বার না দিয়ে রিজাল্ট দেখা যায়।

এসএসসি রেজাল্ট ২০২১ সংশোধন /পুনঃমূল্যায়ন নিয়মাবলী

 
এসএসসি রেজাল্ট ২০২১ পাবার পর যদি মনে হয় যে আপনার রেজাল্ট ভুল এসেছে তাহলে আপনি এসএসসি রেজাল্ট ২০২১ পুনঃমূল্যায়ন / সংশোধনের এর জন্য টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া নিম্নে দেয়া হল-
  • আবেদন করতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন RSC তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার তারপর স্পেস দিয়ে লিখুন বিষয় কোড এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ।
  • এক্ষেত্রে প্রতিটি বিষয় এর জন্য ১২৫ টাকা ফি প্রযোজ্য। 11111
  • ফিরতি এস এম এসে আবেদন ফি হিসাবে কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার পাঠানো হবে। সম্মত থাকলে।
  • মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন RSC তারপর স্পেস দিয়ে YES তারপর স্পেস দিয়ে পিন নাম্বার তারপর স্পেস দিয়ে আপনার একটি কন্টাক্ট নাম্বার লিখে পাঠিয়ে দিন ১৬২০০ নাম্বারে।
  • একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। তার জন্য একটি বিষয় কোড লেখার পর কমা ব্যবহার করুন।
আশাকরি সব কিছু বুঝতে পেরেছো । তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারো। 
 

কারা কারা রিজাল্টের অপেক্ষায় কমেন্টে জানাও……… রোল, রেজিস্টেশন নম্বর এবং বোর্ডের নাম ও দিতে পারো।

 
 

One thought on “SSC Result 2021 Publish Date | কিভাবে দেখবো এসএসসি পরিক্ষার ফলাফল | Educationboardresulrs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *